৬ষ্ঠ দিনের মতো পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

পিবিএ,ঢাকা: নতুন বেতন কাঠামো বাস্তবায়নসহ বেশ কিছু দাবি আদায়ের লক্ষ্যে ৬ষ্ঠ দিনের মতো সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে পোশাক শ্রমিকরা।

শনিবার (১২ জানুয়ারী) মিরপুর-১৪ তে সকাল থেকেই সড়ক অবরোধ করে তারা। এতে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। সড়ক অবরোধ করে বিক্ষোভ চলছে মিরপুর টেকনিক্যাল মোড়, গাবতলীর টেকনিক্যাল সড়ক এলাকায়ও।


এদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার জামগড়া এলাকায়ও অবরোধ করে শ্রমিকরা। জানা গেছে, ওই এলাকার ৫টি গার্মেন্টস এর হাজার হাজার শ্রমিক সকালে রাস্তায় নেমে আসে। তারা সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়।এ নিয়ে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হচ্ছে। ক্ষুব্ধ শ্রমিকেরা ১০টি যানবাহন ভাঙচুর করেলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। একইসঙ্গে জলকামান নিক্ষেপ করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পাশাপাশি বিজিবি কাজ শুরু করেছে। এখন পর্যন্ত সাভারের বিভিন্ন এলাকায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

পিবিএ/ইএইচকে

আরও পড়ুন...