‘গাজওয়াতুল হিন্দ শুরু হয়ে গেছে’

পিবিএ ডেস্ক: কাশ্মীর নিয়ে পাক-ভারত চলমান উত্তেজনায় গজওয়াতুল হিন্দ বা ভারত যুদ্ধ শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী আলি মোহাম্মদ খান।

বৃহস্পতিবার ইসলামাবাদে এক সেমিনারে বক্তৃতাকালে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতিশ্রুত গজওয়ায়ে হিন্দ শুরু হয়ে গেছে। এ যুদ্ধে আমরা লড়ছি এবং লড়ে যাব। খবর ডন উর্দূর।

কাশ্মীর ইস্যুতে আয়োজিত এ সেমিনারে সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের এ প্রতিমন্ত্রী বলেন, অনেকে জিজ্ঞেস করে ভারত আক্রমন করলে আমরা কি করব? ভারত তো আক্রমন করেই ফেলেছে এবং আমরা তার জবাব দিচ্ছি।

ভারতের সঙ্গে প্রাথমিক যুদ্ধ শুরু হয়ে গেছে দাবি করে আলি মোহাম্মদ খান আরও বলেন, যুদ্ধ তো শুরু হয়ে গেছে। এখন আমাদের যুদ্ধের কৌশল নিয়ে চিন্তা করতে হবে। শুধু অস্ত্র নয়, কলম ও মুখের মাধ্যমেও সবাইকে যুদ্ধে অংশ নেয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, যে ব্যক্তি সকালে উঠে কাশ্মীরিদের পক্ষে একটি ম্যাসেজ পাঠায়, সেও এই গজওয়ায়ে হিন্দে অংশ নিচ্ছে।

পিবিএ/বাখ

আরও পড়ুন...