পিবিএ রাজশাহী: রাজশাহীর র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-৫) এর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্প মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আভিযান পরচিালনা করেছে। অভিযানে জেলা শহর ও বিভিন্ন উপজেলা থেকে বিপুল পরিমান মাদক দব্র এবং ভারতীয় চোরাই প্রসাধনীসহ ৭জন কে আটক করে।
শুক্রবার সকালে মহানগরের রাজশাহী রেলওয়ে ষ্টেশনের এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় রাজপাড়া থানা এলাকর কোর্ট ষ্টেশন থেকে শেরবানু (৩৫) স্বামী মৃর্ত মোরশেদ, সালেহা (৪১), স্বামী-জুলমত আলী, শাহমখদুম থানার বড়বাড়িয়া, হায়দার আলীর স্ত্রী জরিনা বেগম (৫০) বোয়ালিয়া থানাধীন বিহারী কোলনী এবং চন্দ্রিমার আসাম কোলনী এলাকা থেকে জালাল এর স্ত্রী মোছাঃ সেলিনা বেগমকে বিপুল পরিমান চোরাই প্রসাধনীসহ গ্রেফতার করেছে র্যাব-৫।
অপরদিকে, রাজশাহী জেলার চারঘাট থানাধীন পাশুন্দিয়া বটতলা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ৮৯০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আসামী মোঃ রুবেল আলী (২৪) কে আটক করেছে। সে উপজেলার গাবিন্দপুর গ্রমের আব্দুল জলিলের ছেলে। শুক্রবার দিবাগত রাতে চারঘাট থানাধীন শিবপুর এলাকার মৃতঃ জমসের আলীর ছেলে আসামী আলাল হোসেন (বিরবিড়ি) ১৪৬ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। গোদাগাড়ী থানার মহিশালবাড়ি এলকায় অভিযান পরিচালনা করে ৬শত গ্রাম হেরোইনসহ নুরুনাহারকে গ্রেফতার করেছে র্যাব-৫। উক্ত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।
এতথ্য প্রেসরিলিজের মাধ্যমে নিশ্চিত করেছে রাজশাহী র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র্যাব-৫।
পিবিএ/রবি/জেডআই