পিবিএ ডেস্ক: ফিলিপাইনের রাজধানী ম্যানিলার নিনোয় অ্যাকুইনো আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রে এক নারীর হাতব্যাগ থেকে জীবিত এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। নবজাতকটির বয়স ছয় দিনের মতো বলে জানিয়েছে পুলিশ।
গত বুধবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলার নিনোয় অ্যাকুইনো আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
ম্যানিলা পুলিশের অভিযোগ, ওই নবজাতককে পাচারের উদ্দেশ্যে হাতব্যাগে ভরে নিয়ে যাচ্ছিলেন জেনিফার ট্যালবট নামের ওই মার্কিন নারী। মানবপাচারকারী সন্দেহে মার্কিন নাগরিক ওই নারীকে আটক করেছে পুলিশ।
এদিকে এনবিআইয়ের দাবি, পাচার নয় নিজেই শিশুটিকে চুরি করে যুক্তরাষ্ট্রে পালাচ্ছিলেন জেনিফার ট্যালবট।
বিমানবন্দরে শিশুটির বোর্ডিং পাস দেখাতে পারেননি জেনিফার। তবে শিশুটির মায়ের স্বাক্ষরহীন অনাপত্তিপত্র পাওয়া যায় তার কাছে। যেখানে লেখা রয়েছে শিশুটিকে যুক্তরাষ্ট্রে নিতে কোনো বাঁধা দেবেন না এর মা।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, পাচারের অপরাধ প্রমাণ হলে মার্কিন ওই নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হতে পারে। ফিলিপাইনের ন্যাশনাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এনবিআই) বিমানবন্দর শাখার প্রধান ম্যানুয়েল দিমানো এ তথ্য দেন।
শিশুটিকে কেন এভাবে হাতব্যাগে ভরে ফিলিপাইন ছাড়ছিলেন সে বিষয়ে সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দেননি আটক জেনিফার।
ওই মার্কিন নাগরিককে কেন শিশুটি দিল তার বাবা-মা সে বিষয়টি খতিয়ে দেখার পর শিশু নিরাপত্তা আইনে তাদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। বর্তমানে ম্যানিলার সমাজসেবা কার্যালয়ের তত্ত্বাবধানে রাখা হয়েছে শিশুটিকে।
পিবিএ/জেডআই