ভারতের তিন রাজ্যে নারীরা সবচেয়ে বেশি পরকীয়া লিপ্ত

 

প্রতীকী ছবি

পিবিএ ডেস্ক: ভারতের তিন রাজ্যের নারীরা সবচেয়ে বেশি পরকীয়া লিপ্ত হওয়ার তথ্য উঠে এসেছে। সম্প্রতি ডেটিং অ্যাপ গ্লিডেনের সমীক্ষা অনুযায়ী; ভারতে প্রতি দশজনের মধ্যে সাতজন মহিলা; স্বামীকে লুকিয়ে পরকীয়ায় লিপ্ত। এই বিবাহ বহির্ভূত ডেটিং অ্যাপ্লিকেশনের ব্যাবহার ভিত্তিক তথ্য জানাচ্ছে; গত চারবছরে ভারতে অস্বাভাবিক ভাবে বেড়েছে পরকীয়ার হার।

অ্যাপ ব্যাবহারকারী ১০জন মহিলাদের মধ্যে; ৭জন মহিলাই অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত। পুরুষদের সংখ্যাটা বেশ কম। কারণ খুঁজতে গিয়ে মহিলাদের দেওয়া তথ্য চমকে দেবার মত। ৩২ থেকে ৫১ বছরের মহিলাদের মধ্যেই পরকীয়ায় জড়িয়ে পড়ার প্রবণতা বেশি। পুরুষদের ক্ষেত্রে ৩৬এর পরে বেশিরভাগ পরকীয়ায় জড়িয়েছেন।

কিছু মহিলা দাবী করেছেন; যে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ার পর; তাদের স্বামীর সঙ্গে সম্পর্কের বুনিয়াদ আরো মজবুত হয়েছে।

বিবাহ বহির্ভূত ডেটিং অ্যাপ্লিকেশনের সমীক্ষায় উঠে এসেছে; বেঙ্গালুরু; মুম্বাই ও কলকাতা; এই তিনটি শহরে ভারতের মধ্যে সব থেকে বেশি মহিলা পরকীয়ায় লিপ্ত। এবং ভারতের মধ্যে কেবল মাত্র কলকাতায় এর হার সব থেকে বেশি।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...