দুই মুখো সাপ উদ্ধার ইন্দোনেশিয়ার বালিতে

পিবিএ ডেস্ক: দু’মুখো সাপ নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। তবে দু’মুখো সাপের অনেক গল্প শোনা গেলেও বাস্তবে এর দেখা খুব একটা মেলে না।

এছাড়া দু’মুখওয়ালা সাপ সচরাচর দেখা যায় না বলেই জানিয়ছেন বিশেষজ্ঞরা।

ইন্দোনেশিয়ার বালিতে দেখা মিলেছে একটি দু’মুখো সাপের। সোনালি রঙয়ের দেখতে এই সাপটি এত ক্ষুদ্র যে এটি হাতের তালুর মধ্যে বসিয়ে রাখা যায়।

ইন্দোনেশিয়ার বালির ছোট্ট একটি গ্রামে থাকেন গুস্তি বাগুস একা বুদায়া। সম্প্রতি কাজ বাড়ি ফিরে তিনি বাড়ির সামনে এই সাপটি দেখতে পান।সাপটি দেখতে সোনালি রঙয়ের ও সাপটির মুখ রয়েছে দু’টি।

খবর পেয়ে আশপাশের মানুষ এই সাপ দেখতে ভিড় জমায়। বিষয়টি নিয়ে হুড়োহুড়ি পড়ে যায়। তবে সাপটির নাম বা প্রজাতি জানা অবশ্য সম্ভব হয়নি। সাপটির বিষ আছে কি না তাও জানা যায়নি।

 

পিবিএ/জেডআই

আরও পড়ুন...