পিবিএ ডেস্ক : গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে ভারতের হয়ে দশ হাজার রানে পৌঁছনোর সুযোগ ছিল ছিল। কিন্তু, তা পারেননি মহেন্দ্র সিং ধোনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে আজ তাই মাইলস্টোনের সামনে তিনি।
এই মুহূর্তে ওয়ানডে ফরম্যাটে ধোনির মোট রান ১০,১৭৩। অর্থ্যাৎ, দশ হাজার রান হয়েই গিয়েছে তার। কিন্তু তা ভারতের হয়ে হয়নি। ২০০৭ সালে এশিয়া একাদশের হয়ে তিন ম্যাচ খেলেছিলেন তিনি। আফ্রিকা একাদশের বিরুদ্ধে সেই সিরিজে ১৭৪ রান করেছিলেন ধোনি। ফলে, ভারতের হয়ে ৫০ ওভারের ক্রিকেটে তার রান ৯,৯৯৯। দরকার তাই মাত্র এক রান। .যা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হয়ে যাওয়া উচিত। এদিন শুরু হওয়া একদিনের সিরিজে মোট তিন ম্যাচ খেলবে ভারত-অস্ট্রেলিয়া।
৩৭ বছর বয়সী এই ক্রিকেটার ক্যারিয়ারের অধিকাংশ সময়েই খেলেছেন ফিনিশার হিসেবে। আর তারপরও এই ফরম্যাটে তার গড় ৫০-এর উপরে। যা রীতিমতো কৃতিত্বের। তবে ২০১৮ সাল মোটেই ভাল যায়নি ধোনির। একটা অর্ধশতরানও করতে পারেননি তিনি। ১৩ ইনিংসে করেছেন মোটে ২৭৫ রান। গড় ২৫-এ সামান্য বেশি। নতুন বছরে তার কাছে অবশ্য প্রত্যাশা অনেক বেশি। কয়েক মাস পরেই বিশ্বকাপ। তার আগে ব্যাটসম্যান হিসেবে পুরনো ধোনিকেই দেখতে চাইছেন ক্রিকেটপ্রেমীরা।
পবিএি/জিজি