পিবিএ ডেস্ক: মাঝ আকাশে রাশিয়ার দুই সুখোই-৩৪ যুদ্ধবিমানের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কোনো রড় ধরনের আঘাত ছাড়াই দুই পাইলট ভূমিতে নামতে সক্ষম হয়েছেন। বিষয়টি নিয়ে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে বলে জানানো হয়।
শুক্রবার দেশটির লিপেটস্ক শহরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা তাস। যুদ্ধবিমান দুটি প্রশিক্ষণে ছিল। পাইলটদের ভুলের কারণে এ সংঘর্ষের সৃষ্টি হয়।
এ ঘটনা পরীক্ষার জন্য একটি বিশেষ তদন্ত কমিশন গঠন করা হয়েছে। যাতে প্রতিটি ক্রুর দায়বদ্ধতার সীমা নির্ধারণ করা যায়। দুর্ঘটনার পরে কোনোরকম ক্ষতি ছাড়াই উভয় পাইলট ভূমিতে অবতরণ করেন।
পিবিএ/ইকে