ফাঁকা ট্রেনে মদ-সিগারেট খেতে দিয়ে অভিনেত্রীর শরীরে হাত

পিবিএ ডেস্ক: শুটিং শেষ করে বাড়ি ফেরার সময় যৌন হয়রানির শিকার হয়েছেন টেলিভিশনের একজন অভিনেত্রী। রাতে ফাঁকা ট্রেনে তাকে পেয়ে এ সুযোগ নেন রেলের এক নিরাপত্তাকর্মী। মদ-সিগারেট খেতে দিয়ে তার শরীরে হাত দেন ওই ব্যক্তি। এ ঘটনায় একটি মামলা হয়েছে। পুলিশ ওই নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার রাতে কলকাতার নামখানা রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া শিয়ালদহগামী একটি ট্রেনে এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার’র এক প্রতিবেদনে বলা হয়, বকখালিতে শুটিং শেষ হওয়ার পর ওই অভিনেত্রী বাড়ি ফেরার জন্য নামখানা রেলস্টেশন থেকে শিয়ালদহগামী একটি ট্রেনে ওঠেন। এ সময় তাকে দেখে ট্রেনে ওঠেন নিরাপত্তার দায়িত্বে থাকা রেলরক্ষী বাহিনীর (আরপিএফ) সদস্য সমরেশ মণ্ডল।

রাত ৯টায় তিনি ট্রেনের সাধারণ কামরায় ওঠেন। এ সময় দায়িত্বরত পোশাক পরিহিত অবস্থায় সমরেশ আরেক আরপিএফ সদস্যসহ তার কাছে আসেন। তারা ওই অভিনেত্রীকে নিরাপত্তার কারণে নারীদের জন্য নির্ধারিত কামরায় গিয়ে বসতে বলেন। তিনি সেখানে যাওয়ার কিছুক্ষণ পর ওই দুজন আবার তার কাছে আসেন। সমরেশ মণ্ডল তার সামনে বসেন এবং আরেকজন কামরার অন্য প্রান্তে। ওই নারীর কামরায় তখন আর কেউ ছিল না। এ সময় সমরেশ মদপান শুরু করেন। তাকেও মদ-সিগারেট খেতে দেন। তিনি অভিনেত্রীর শরীরেও হাত দেন। জড়িয়ে ধরারও চেষ্টা করেন।

ওই অভিনেত্রীর ভাষ্য, তিনি বিপদ আঁচ করতে পারছিলেন। তাই তাদের সঙ্গে কোনো হইচই না করে শান্ত থাকার চেষ্টা করছিলেন। তিনি বলেন, ‘তিনি (নিরাপত্তাকর্মী) আমাকে মদ-সিগারেট খেতে দেন। আমার শরীরেরও হাত দিয়ে জড়িয়ে ধরার চেষ্টা করেন। ট্রেনটি সোনারপুর স্টেশনেই এসে থামার পর ওই অভিনেত্রী তার স্বামীসহ জিআরপি থানায় একটি অভিযোগ দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ আরপিএফ সদস্য সমরেশকে গ্রেপ্তার করে। শিয়ালদহের রেল পুলিশ সুপার অশেষ বিশ্বাস বলেন, সমরেশের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ৩৫৪-এ ধারায় মামলা হয়েছে। আজ শুক্রবার তাকে আদালতে পেশ করা হয়েছে। তার সঙ্গী পালিয়ে গেছে। তাকে ধরতে অভিযান অব্যাহত আছে।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...