কঠোর নিরাপত্তায় আব্দুল্লাহর মরদেহ দাফন সম্পন্ন

পিবিএ ডেস্ক: কঠোর নিরাপত্তা ও গোপনীয়তার মধ্যে মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ছেলে আব্দুল্লাহর মরদেহ দাফন করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে কায়রোর জেইনহোম মর্গের কর্তৃপক্ষ পরিবারকে মরদেহ নেওয়ার অনুমতি দেওয়ার পর দ্রুত তা পিতার কবরের পাশে দাফন করা হয়।

সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে জানায়, কঠোর নিরাপত্তার মধ্যে মর্গ থেকে পরিবারের নিকট মৃতদেহটি হস্তান্তর করা হয়। দাফনের সময় তার ভাই ওমর ও আহমেদ এবং মা নাজলা মাহমুদ উপস্থিত ছিলেন।

আব্দুল্লাহর মরদেহ দাফনের সময় যাতে কোনো বিক্ষোভ বা বড় জনসমাবেশ না হয় সে বিষয়ে নিশ্চিত হওয়ার পরেই মর্গের কর্তৃপক্ষ তার ভাইয়ের কাছে মৃতদেহ হস্তান্তর করে।

গত বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ছেলে আব্দুল্লাহ।

পিবিএ/ইকে

আরও পড়ুন...