পিবিএ ডেস্ক: ভারতে রিষড়ার কিশোরী সাঁতারুকে যৌন হেনস্থায় অভিযুক্ত প্রশিক্ষক সুরজিৎ গঙ্গোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। গতকাল শুক্রবার দিল্লির কাশ্মীরি গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওই কিশোরী সাঁতারু জাতীয় পর্যায়ে অংশ নিয়ে স্বর্ণপদক জিতেছিলেন।
ভারতীয় গণমাধ্যম জিনিউজের খবরে বলা হয়েছে, কিশোরী সাঁতারুকে হেনস্থার ভিডিও প্রকাশ্যে আসার পর গত বৃহস্পতিবার মামলা করে গোয়া পুলিশ। ওদিকে ভিডিও প্রকাশের পর থেকেই ফেরার ছিলেন সুরজিৎ গঙ্গোপাধ্যায়।
দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার প্রথমে নির্যাতিতা সাঁতারু ও তার বাবা রিষড়া থানার দ্বারস্থ হন। গোয়ার মাপুসা থানার অন্তর্গত এলাকায় ওই হেনস্থার ঘটনায় অভিযোগ দায়ের করেন তারা। পরে রিষড়া থানা থেকে গোয়ার মাপুসা থানায় ই-মেইলে সেই অভিযোগ পৌঁছতেই সেখানে দায়ের হয় এফআইআর। সঙ্গে সঙ্গে সুরজিতের খোঁজে মাঠে নামে উত্তর গোয়া পুলিশ। পরে তার ফোনের ওপর নজরদারি শুরু করেন তদন্তকারীরা।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারি এড়াতে একাধিক শহরে ঘুরে বেড়াচ্ছিলেন সুরজিৎ। তার বিরুদ্ধে শ্লীলতাহানি, ধর্ষণ ও পকশো আইনে মামলা রুজু করে তল্লাশিতে নামে পুলিশ। অবশেষে ২৪ ঘণ্টার মধ্যেই মেলে সাফল্য। দিল্লি থেকে গ্রেপ্তার হয় সুরজিৎ।
উল্লেখ্য, কিশোরী সাঁতারু দীর্ঘ ছয় মাস ধরে তার কোচের কাছে যৌন হেনস্থার শিকার হচ্ছিলেন। অবশেষে কোচের যৌন হেনস্থার বিষয়টি ভিডিও ধারণ করে গত বৃহস্পতিবার তা সামনে আনেন এ সাঁতারু। গোপনে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে সহায়তা চান অভিযোগকারী ওই কিশোরী। সঙ্গে সঙ্গে ভিডিওটি ভাইরাল হয়ে যায়।
পিবিএ/বাখ