ভারতীয় রাষ্ট্রপতির বিমান প্রবেশ করতে দিল না পাকিস্তান

 

পিবিএ ডেস্কঃ ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের প্লেনকে নিজেদের আকাশসীমায় প্রবেশের অনুমতি দেয়নি পাকিস্তান। ভারতশাসিত কাশ্মীর নিয়ে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশী। শনিবার (৭ সেপ্টেম্বর) ভারত ও পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

আগামী সোমবার (৯ সেপ্টেম্বর) ত্রিদেশীয় সফরে আইসল্যান্ড, সুইজারল্যান্ড ও স্লোভেনিয়া যাওয়ার কথা রয়েছে ভারতীয় রাষ্ট্রপতির।

পিটিভির বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, রাম নাথ কোবিন্দের প্লেন পাকিস্তানি আকাশসীমা দিয়ে যেতে না দেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

গত ফেব্রুয়ারিতে পুলওয়ামায় সন্ত্রাসী হামলার জেরে ভারত-পাকিস্তান দ্বন্দ্ব চরমে পৌঁছায়। সে সময় সব ধরনের ভারতীয় উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা নিষিদ্ধ করে পাকিস্তান। মাস চারেক পর গত জুলাইয়ে এসব রুট ফের চালু হয়েছিল।

পিবিএ/এমআর

আরও পড়ুন...