মোবাইল ফোনে লটারি প্রতারকচক্রের ২ সদস্য আটক

পিবিএ,ঢাকা: মোবাইল ফোনে লটারির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎকারী প্রতারকচক্রের মূল হোতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তারকৃতরা হলেন – মূল হোতা মো. রুবেল মুন্সি (৩২) ও তার সহযোগী মো. মিরাজ (৪০)।

রোববার সিআইডি জানিয়েছে, ২০১৮ সালের ৬ জুন রাজধানীর খিলগাঁও থানায় একটি প্রতারণার মামলা দায়ের করা হয়। যা তদন্তের দায়িত্ব পায় সিআইডি। এরই প্রেক্ষিতে গত ৬ সেপ্টেম্বর ভোরে সিআইডির ঢাকা মেট্রো পূর্বের বিশেষ পুলিশ সুপার কানিজ ফাতেমার নির্দেশ ও সার্বিক তত্ত্বাবধানে ডেমরা ইউনিটের একটি দল ফরিদপুরের ভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ওই দুই জনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে মোট ছয়টি মোবাইল ফোন এবং ১৭টি বিভিন্ন কোম্পানির সিমকার্ড জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ছদ্মনাম ব্যবহার করে বিভিন্ন মোবাইল কোম্পানি থেকে মোবাইল ফোনে লটারিতে গাড়ি, বাড়ি, অর্থ পুরস্কার পাওয়ার প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা একাধিক বিকাশ অ্যাকাউন্ট নম্বরের মাধ্যমে হাতিয়ে নিচ্ছিলেন।

সিআইডির ঢাকা মেট্রো পূর্বের বিশেষ পুলিশ সুপার কানিজ ফাতেমা বলেন, মামলাটির তদন্তসহ প্রতারকচক্রের অন্য সদস্যদের আইনের আওতায় আনার কাজ চলছে।

পিবিএ/বাখ

আরও পড়ুন...