বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করতে বেলি ডান্স প্রদর্শন পাকিস্তানে!

পিবিএ ডেস্ক: বিশ্বের বড় বড় বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করতে বিভিন্ন দেশ বিভিন্ন রকম পরিকল্পনা করে থাকে। কিন্তু পাকিস্তান যা করল, তাতে হতবাক গোটা বিশ্ব। বিনিয়োগকারীদের নজর টানতে রীতিমতো বেলি ডান্সের ব্যবস্থা করে ফেলল ইমরান খানের সরকার! এমনি একটি ভিডিও ভাইরাল হয়েছে।

মূলত নগদের উপরই দাঁড়িয়ে পাকিস্তানের অর্থনীতি। যতদিন যাচ্ছে, আন্তর্জাতিক মতোবিরোধে ততই সংকীর্ণ হচ্ছে সে দেশের অর্থনীতি। এমন পরিস্থিতিতে একটি অনুষ্ঠানে বেলি ডান্স দেখানোর আয়োজন করল পাকিস্তান। তাও আবার শুধুমাত্র বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করতে। আজারবাইজানের রাজধানী বাকুতে পাঁচদিনের একটি বাণিজ্য সম্মেলনের আয়োজন করেছিল পাকিস্তানের পেশোয়ারের শারহাদ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। গত ৪ সেপ্টেম্বর শুরু হয় সেই সম্মেলন।

রবিবার ছিল সম্মেলনের শেষদিন। বিদেশি কোম্পানির বিনিয়োগকারীদের মনোরঞ্জনের জন্য পাকিস্তানকে জায়গা করে দিয়েছিল খাইবার পাখতুবখাওয়া ইনভেস্টমেন্ট অপরচুনিটিস সম্মেলন।

পিবিএ/সজ

আরও পড়ুন...