সেই নারী ব্যাংকারের কেন বিয়ে হয়নি

পিবিএ ডেস্ক: ব্যাংকার গহর জাহান। উত্তরা প্রাইম ব্যাংকের কার্যালয়ে কাজ করতেন তিনি। সম্প্রতি ব্যাংকে কর্মরত অবস্থাতেই তার মৃত্যু হয়। কাজ করার ফাঁকে এক গ্লাস পানি পান করে চেয়ারেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। তার মৃত্যুর ভিডিও ছড়িয়ে পড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়েছেন অনেকে।

তার নিজের ছিল না সংসার, ছিল না স্বামী কিংবা সন্তান। গহর জাহানের পরিবার জানায়, গহরের ওপেন হার্ট সার্জারি হয়েছিল। এই অবস্থায়ই ব্যাংকে নিয়মিত কাজ করছিলেন তিনি। অবিবাহিত গহরের বড় ভাই মারুফ নেওয়াজের বাসায় থাকতেন। তিনি বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইন্সটিটিউটের পরিচালক।

মারুফ নাওয়াজ বলেন, অনেকদিন আগে ভারতে গিয়ে ওপেন হার্ট সার্জারি করেছিলেন গহর। মারা যাওয়ার কয়েকদিন আগেও ভারতের সেই চিকিৎসক গহরকে ফের চেকআপের জন্য ভারত যেতে বলেন। সময় না পেলে যে কোনো ভালো জায়গায় হার্ট চেকআপ করতে বারবার অনুরোধ করেন তিনি। কিন্তু আর যাওয়া হয়নি।

তিনি বলেন, ওপেন হার্ট সার্জারি হয়েছে শুনলে বিয়ে ভেঙে যেত। তাই বিয়ে করবেন না বলে সিদ্ধান্ত নেন গহর। তিনি ভাই নাওয়াজের সন্তাদের নিজের সন্তানের মতো যত্ন নিতেন। চিকিৎসক জানিয়েছেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান গহর জাহান।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...