পিবিএ স্পোর্টস: চট্টগ্রাম টেস্টে চলছে রোদ-বৃষ্টির লুকোচুরির খেলা। একমাত্র এই টেস্ট ম্যাচে উভয় দলেরই ‘সাধারণ প্রতিপক্ষ’ বৃষ্টি। রোববার সারারাত ধরেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পর সোমবার সকালে ৮টার আগ দিয়ে আকাশ কালো করে নামে আবারও বৃষ্টি। এরপর বেলা সাড়ে ১১টার দিকে বৃষ্টি থামে। শুরু হয় মাঠ শুকানোর কাজ করার সময়ই দুপুর ১২টার আবারো নামে ঝুম বৃষ্টি। অবশ্য মিনিট দশেক পরই থেমে যায় সেটা। পরে জোরেশোরে মাঠ শুকানোর কাজ শেষে খেলা শুরু হয় বেলা একটায়। এর আগেই অবশ্য লাঞ্চ সেরে নিয়েছে উভয় দল। তবে লাঞ্চ সেরে নিলে কি হবে, ৫ম দিনে মাঠে নেমে ৩ ওভার পরই বৃষ্টির বাধায় ড্রেসিংরুমে ফিরে গেছে দুই দল।
ম্যাচ বাঁচানোর লক্ষ্যে সৌম্য সরকারকে সাথে নিয়ে ব্যাটিংয়ে নেমেছেন অধিনায়ক সাকিব আল হাসান। সাকিব ৪৪ ও সৌম্য সরকার ২ রান নিয়ে ব্যাটিং করছেন। ৬ উইকেটে ১৩৯ থেকে ৬ উইকেটে ১৪৬ রান। এরপরই আবারো বৃষ্টি। বৃষ্টির বাধায় খেলা বন্ধ হওয়ার আগে স্বাগতিকদের সংগ্রহ ৪৬ ওভার ৩ বলে ৬ উকেটে ১৪৬ রান।
এদিকে আফগান অধিনায়ক রশিদ খানের চাওয়া, ৫ম দিনে অন্ততপক্ষে একটি ঘণ্টা যেন খেলা হয়। এই এক ঘণ্টাতেই বাংলাদেশের বাকি ৪ উইকেট তুলে নিতে পারবে দল, এমন আত্মবিশ্বাস তার।
পিবিএ/বাখ