যেন অচেনা ছবি, শেষযাত্রায় শাশুড়ি চললেন চার বউমার কাঁধে!

পিবিএ ডেস্ক: প্রায় নিয়ম করেই শাশুড়ির সঙ্গে বউমাদের সম্পর্কের অবনতি ও সেই সূত্রে নানা অপ্রীতিকর ঘটনা সামনে আসে। এমনকী টিভি, সিনেমার বহু চিত্রনাট্যের বিষয়বস্তুও হয়ে শাশুড়ি-বউমার এই চিরন্তন দ্বন্দ্ব। এবার সেখানেই যেন অচেনা ছবি। শুধু অচেনাই নয়, একে একেবারে ব্যতিক্রমী এক ছবিই বলা যেতে পারে।

মারা গিয়েছেন শাশুড়ি। তাঁর শেষযাত্রায় ছেলেরা নয়, বরং দেহ শ্মশান পর্যন্ত নিয়ে যাওয়ার জন্যে এগিয়ে এলেন চার বউমা। তাঁদের কাঁধে চড়েই শ্মশান পর্যন্ত গেলেন ওই মহিলা। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের বিডেতে।

৮৩ বছর বয়সী ওই বৃদ্ধা মহিলা সোমবার হঠাৎই মারা যান। গোটা পরিবার শোকে ভেঙে পড়ে। কিছু সময় পরে শেষযাত্রার প্রস্তুতি নেওয়া হয়। তখনই এগিয়ে আসেন চার বউমা। তাঁরাই জানান, শাশুড়ির শেষযাত্রায় তাঁরাই দেহ নিয়ে যাবেন শ্মশানে। কেউ বাধা তো দেননি, বরং সকলেই প্রশংসা করেছেন। এলাকাবাসীরাও কুর্নিশ জানাচ্ছেন তাঁদের।

বেশিরভাগ মানুষই বলছেন, এ এক বিরলতম ছবি। তবে এই ছবিই ছড়িয়ে পড়ুক দিকেদিকে। প্রতিটা সংসারে শাশুড়ি-বউমাদের সম্পর্ক আরও ভালোবাসা, শ্রদ্ধা, স্নেহে ভরে উঠুক।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...