পিবিএ ডেস্ক: ভাগ্য পরিবর্তনের স্বপ্ন নিয়ে ৬ মাস আগে সৌদি আরব গিয়েছেন মাইনউদ্দিন (৪০)। যে ভাগ্য পরিবর্তন করার জন্য সে সৌদি আরব গিয়েছেন এখন সেখানে কষ্ট আর ক্ষুদায় দিন কাটাচ্ছেন। বর্তমানে দারিদ্রের বেড়াজাল থেকে বাঁচতে তার স্ত্রী মাইনুর বেগম চার সন্তানকে নিয়ে ঢাকায় গিয়ে বাসা-বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করছেন। মাইনউদ্দিন ভোলার দৌলতখানের উত্তর জয়নগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বয়াতি বাড়ির জালাল আহমেদের ছেলে।
মাইনউদ্দিন মোবাইল ফোনে জানান, পার্শ্ববর্তী বাড়ির মৃত আঃ রশিদের ছেলে তার ছোট বেলার বন্ধু প্রবাসী মঈন উদ্দিন তাকে ৬ মাস পূর্বে সাড়ে সাত লাখ টাকা নিয়ে সৌদি আরবে ড্রাইভারের চাকরি দেওয়ার কথা বলে নিয়ে যান। পরবর্তীতে সেই ড্রাইভারের চাকরি না দিয়ে অন্য পেশায় চাকরি দিলেও তারা তাকে কোন বেতন-ভাতা দিচ্ছেন না। সেখানে সে খেয়ে না খেয়ে মানবেতন জীবনযাপন করছে। বেতন-ভাতার বিষয় জিজ্ঞাসা করলে উল্টো তাকে মারধর করে।
কান্না জড়িত কন্ঠে মাইনউদ্দিন, স্যার আমাকে সৌদ্দি আরব থেকে বাংলাদেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। অন্যত্থায় তারা আমাকে না খাইয়ে মারধর করে মেরে ফেলবে। একাই স্থানে থাকেন প্রবাসী নাছির উদ্দিন তার কাছে মোবাইল ফোনে এবিষয় জানতে চাইলে তিনি বলেন, মাইনউদ্দিনকে তারা বেতন-ভাতা দিচ্ছেন না। সে না খেয়ে দিন কাটাচ্ছে। তাদের কাছ থেকে টাকা চাইলে উল্টো তাকে মারধর করে। সাবেক উত্তর জয়নগর ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন জানান, ৬ মাস পূর্বে টাকা পয়সা নিয়ে মঈন উদ্দিন তাকে সৌদি আরব নিয়ে গিয়েছেন। তার পরিবারের পক্ষ থেকে জানতে পারলাম তাকে নাকি নির্যাতন করছে।
এবিষয় আমি মাইনউদ্দিনকে মোবাইল ফোনে বলেছি মাইনউদ্দিনকে যথাযথ ব্যবস্থা করে দিতে। মাইনউদ্দিনের বৃদ্ধা মা জহুরা খাতুন কান্না জড়িত কন্ঠে বলেন, ছেলেকে ধার-দেনা করে সৌদি আরব পাঠিয়েছি। সেখানে তারা না খাইয়ে বেতন-ভাতা না দিয়ে শারীরিক নির্যাতন চালায়। এলাকাবাসী জানান, মাইনউদ্দিন ও তার ভাই মোছ্লেউদ্দিনের পূর্বেও এলাকা থেকে একাধিক লোককে টাকার বিনিময়ে বিদেশে পাঠিয়ে এভাবে প্রতারণা করছে। মাইনউদ্দিন টাকা পয়সা নেওয়া এবং নির্যাতনের বিষয়টি অস্বীকার করে বলেন, মাইনউদ্দিন একটি অফিসের মাধ্যমে সৌদি আরব গিয়েছে। দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন বলেন, এ ব্যাপারে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পিবিএ/বিএইচ