পিবিএ, শেকৃবি: কৃষিতে ডিগ্রি প্রদানকারী সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে (স্নাতক) গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার আবেদন আজ (১০ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে।
চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। দেশে প্রথমবার গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে। গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, এ বছর গুচ্ছ পরীক্ষায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ; শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর; সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট; খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা; চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্স বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম; পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করবে। বিশ^বিদ্যালয়গুলোর ৩৫৫৫ আসনের বিপরীতে দশ গুণ প্রার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীকে অবশ্যই ২০১৬/২০১৭ সালে এসএসসি বা সমমান এবং ২০১৮/২০১৯ সালের এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উভয় ক্ষেত্রে নূন্যতম জিপিএ-৩.০০ এবং চতুর্থ বিষয় বাদে নূন্যতম জিপিএ-৭.০০ থাকতে হবে। উভয় পরীক্ষায় জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়ে যারা উত্তীর্ণ হয়েছে তারাই কেবল আবেদন করতে পারবে।
আবেদনের জন্য রকেট, বিকাশ বা শিওরক্যাশের মাধ্যমে ১০০০ টাকা ফি প্রদান করতে হবে। ওয়েবসাইটে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী অনলাইনে ফরম পূরণ করতে হবে।
আবেদনকালীন প্রতিটি বিশ^বিদ্যালয়ের কাঙ্খিত বিষয়সমূহ পছন্দক্রম অনুযায়ী নির্বাচন করেতে হবে। আবেদনকারী যে বিশ^বিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, আবেদনের সময় পরীক্ষাকেন্দের পছন্দক্রম অনুযায়ী নির্বাচন করতে হবে।
পরীক্ষার সময় ক্যালকুলেটর, মোবাইল ফোন এবং এ জাতীয় কোন ইলেকট্রনিক যন্ত্রপাতি নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ থাকবে। ভর্তি সংক্রান্ত সকল তথ্য গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (www.admission-agri.org) যাবে।
পিবিএ/মো. মমিন সরকার/ইকে