হকিতে বাংলাদেশের মেয়েদের ঐতিহাসিক জয়

পিবিএ ডেস্ক: সিঙ্গাপুরে অনুষ্ঠিত হচ্ছে এয়ার এশিয়া উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ হকি ২০১৯। এই টুর্নামেন্টে খেলতে যাওয়ার মধ্যে দিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক হকিতে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ হকি দল। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচেই শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়ে প্রথম জয় তুলে নিয়েছে বাংলাদেশ। অবশ্য এর আগে প্রথম ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরের কাছে হেরেছিল তারা।

শ্রীলঙ্কার বিপক্ষে এদিনের ম্যাচে বাংলাদেশের মেয়েরা পুরো আধিপত্য বিস্তার করে খেলে। তাদের করা দুটি গোলই এসেছে পেনাল্টি কর্নার থেকে।

অবশ্য ম্যাচের প্রথম কোয়ার্টারে কোনো গোলের দেখা পায়নি তারা। দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশ দারুণভাবে জ্বলে ওঠে, এগিয়েও যায় তারা।

ম্যাচের ২৭ মিনিটে প্রথম গোল করে বাংলাদেশ। তারিন আক্তার খুশি লক্ষ্যভেদ করেন। দ্বিতীয় গোলটি করেন অধিনায়ক রিতু খানম। তিনি চতুর্থ কোয়ার্টারের শেষ দিকে করেন গোলটি।

আগামী বৃহস্পতিবার বাংলাদেশ তৃতীয় ম্যাচ খেলবে হংকংয়ের বিপক্ষে। আসরে বাংলাদেশের গ্রুপে রয়েছে সিঙ্গাপুর, হংকং, শ্রীলঙ্কা, চাইনিজ তাইপে ও উজবেকিস্তান। টুর্নামেন্টের সেরা দুই দল আগামী বছর জাপানে অনুষ্ঠেয় জুনিয়র এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করবে।

পিবিএ/ইকে

আরও পড়ুন...