৪০টি দেশের বিপক্ষে গোল করার রেকর্ড গড়লেন রোনালদো

ronaldo

পিবিএ, স্পোর্টস ডেস্কঃ আরও একবার নিজের সেরা রূপে ফিরলেন ক্রিস্টিয়ানো রোনালদো। উয়েফা ইউরো ২০২০ বাছাইয়ের ম্যাচে ভিনগ্রহের এক রোনালকোই দেখা গেলো। যে ম্যাচে লিথুয়ানিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পর্তুগান। যেখানে দেশের জার্সিতে একাই ৪ গোল করেছেন সিআর সেভেন।
ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে প্রতিপক্ষের ওপর। রোনালদোময় রাতে পর্তুগিজরা চ্যাম্পিয়নের মতোই এক জয় পেয়েছে।

হ্যাটট্রিকসহ ৪ গোল করে পর্তুগালের হয়ে শত গোলের দিকে আরও একধাপ এগিয়ে গেলেন রোনালদো। কালকের আগ পর্যন্ত জাতীয় দলের হয়ে তার গোল সংখ্যা ছিল ৮৯টি। এখন তার গোল ৯৩টি। শুধু পর্তুগালের হয়েই নয়, কোনও ইউরোপিয়ান ফুটবলার হিসেবেও এই প্রথম দেশের হয়ে ৯০ গোলের মাইলফলক স্পর্শ করলের রোনালদো। দেশের হয়ে ৮ নম্বর ও সব মিলিয়ে ৫৪তম হ্যাটট্রিক ছিল সিআরসেভেনের।

ইরানের আল দাই দেশের হয়ে ১০৯ গোল করে সবার ওপরে আছেন। তার চেয়ে ১৬ গোল পেছনে জুভেন্টাসের এই মহাতারকা। দেশের হয়ে গোলদাতা হিসেবে দ্বিতীয় অবস্থানে আছেন ৩৪ বছর বয়সী রোনালদো। তবে ৪০টি দেশের বিপক্ষে গোল করার অবিশ্বাস্য রেকর্ডটি একমাত্র তার ঝুলিতেই।

পিবিএ/বাখ

আরও পড়ুন...