শনিবার সিদ্ধান্ত হবে ছাত্রলীগের দুই শীর্ষ নেতাকে সরানোর

ছাত্রলীগের সভাপতি মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী

পিবিএ,ঢাকা: কিভাবে সরানো হবে ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে শনিবার সে সিদ্ধান্ত আসতে পারে। ঐদিন কার্যনির্বাহী সংসদের সভায় প্রধানমন্ত্রী এ বিষয়ে নির্দেশনা দেবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। তারা আরো বলেন সম্মেলনের জন্য অপেক্ষা না করে অপসারণের কৌশল ঠিক করা হবে ।

শনিবার গণভবনে বসে আওয়ামী লীগের মনোনয়ন ও পার্লামেন্টারি বোর্ড যৌথ সভা। এর মূল এজেন্ডা ছিল রংপুর-৩ উপনির্বাচন এবং কয়েকটি উপজেলার প্রার্থী চূড়ান্ত করা।

কিন্তু সেখানে সবচেয়ে বেশি সমালোচনা হয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ঘিরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুব্ধ হয়ে শোভন-রাব্বানীকে পদ থেকে সরিয়ে দেয়ার নির্দেশ দেন।

সেই বৈঠকে ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান। ছাত্রলীগের বিষয়েও দায়িত্বপ্রাপ্ত তিনি। জানালেন, শোভন-রাব্বানীকে বাদ দেয়ার সুনির্দিষ্ট নির্দেশনা এখনও আসেনি।

ছাত্রলীগের দায়িত্বে থাকা আরেক নেতা জানান, এদুজনের বিষয়ে সিদ্ধান্ত নিতে সম্মেলন পর্যন্ত অপেক্ষা নাও করা হতে পারে।

পিবিএ/ইকে

আরও পড়ুন...