ঝালকাঠি

ষষ্ঠ শ্রেণির ছাত্রী অন্তসত্বা: মা ও সৎ বাবাকে আটক

 অন্তসত্বা
অন্তসত্বা ছাত্রীর মা ও সৎ বাবাকে আটক

পিবিএ, ঝালকাঠি: ঝালকাঠি শহরের ষষ্ঠ শ্রেণির এক শিশু ছাত্রী অন্তসত্বা হয়ে পড়েছে। এ ঘটনায় শিশুটি মা ও সৎ বাবাকে পুলিশ আটক করেছে।
অন্তসত্বা শিশুটিকে উদ্ধার করে ঝালকাঠি থানার হেফাজতে এনেছে পুলিশ । শহরের কালীবাড়ি সড়ক এলাকার একটি বাসায় থেকে শিশুটির মা সাহেরা আক্তার কাজল ও সৎ বাবা মো. আলমকে আটক করেছে পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, শহরের কাঠপট্টি এলাকার মায়ের বাড়িতে গত কয়েক মাস আগে শিশুটির সাথে তার মা ও সৎ বাবার সহযোগিতায় কয়েকজন পুরুষের সাথে শারিরীক সম্পর্ক হয়। শিশুটির মা ও সৎ বাবা তাকে এ অনৈতিক কাজে বাধ্য করে। আর এতে শিশুটি অন্তসত্বা হয়ে পড়ে। ভিকটিম শিশুটিকে কাল বুধবার ডাক্তারী পরীক্ষা ও চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হবে। এ ঘটনায় তদন্ত করে আইনগত অন্যান্য ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও পুলিশ জানায়।

পিবিএ/দলাল সাহা/জেডআই

আরও পড়ুন...