সৌদি আরব: সবচেয়ে বড় শ্রম বাজার, যা হারাতে বসেছে বাংলাদেশ

পিবিএ ডেস্ক: সবচেয়ে বড় শ্রম বাজার হারাতে বসেছে বাংলাদেশ। ২০১৭ সালে সৌদি সরকারের সৌদীকরণ নীতিমালার ঘোষণা অনুযারী আংশিক বাস্তবায়ন হওয়ায়, গত ১৫ মাসে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৭ লাখ ২০০ জন প্রবাসী দেশটি ত্যাগ করতে বাধ্য হয়েছেন।

২০১৭ সালে সৌদি সরকারের পরিসংখ্যান দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, ৪ লাখ ৬৬ হাজার প্রবাসী দেশটি ত্যাগ করতে বাধ্য হয়েছেন। এছাড়াও গত তিন মাসে আরো ২ লাখ ৩৪ হাজার ২০০ জন শ্রমিক নিজ দেশে ফিরে গেছেন। তবে এদের মধ্যে কতজন বাংলাদেশি প্রবাসী রয়েছেন তা জানা যায়নি।

ইতিমধ্যেই দেশটিতে বেশ কয়েকটি হাউজিং কোম্পানি বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে পড়েছেন বাংলাদেশি সহ বিভিন্ন দেশের শ্রমিকরা। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মার্কেট গুলো হয়ে পড়েছে ক্রেতা শুন্য।

তার ওপর একের পর এক সড়ক দুর্ঘটনা, অগ্নি দগ্ধ, হৃদরোগ ও হত্যাসহ বিভিন্ন কারনে প্রায়ই প্রাণহানি ঘটছে বাংলাদেশিদের। ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত সৌদি আরব থেকে ৪ হাজার ৩শ ৩ জনের মরদেহ বাংলাদেশে পাঠানো হয়েছে।

কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে নতুন শ্রমবাজার সৃষ্টি করতে বাংলাদেশ সরকারের কাছে দাবি জানিয়েছেন প্রবাসীরা।

পিবিএ/ইকে

আরও পড়ুন...