ভারতের দাবি ,জম্মু-কাশ্মীরে ঢুকে পড়েছে ৪০ জঙ্গি

পিবিএ ডেস্ক: ভারতের অধিকৃত জম্মু-কাশ্মীরে ঢুকে পড়েছে অনন্ত ৪০ জনের একটি জঙ্গি গ্রুপ। ভারতীয় নিরাপত্তাসংস্থার বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে টিভি।

এ ব্যাপারে জম্মু-কাশ্মীর পুলিশের সাধারণ পরিচালক দিলবাগ সিং বলেন, সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার পাকিস্তান সীমান্ত থেকে লাইন অব কন্ট্রোলসহ কয়েকটি সীমান্ত থেকে জঙ্গিদের অনুপ্রবেশের তৎপরতা লক্ষ্য করে ভারতীয় নিরাপত্তাসংস্থা। বেশির ভাগ তৎপরতা ঠেকাতে সক্ষম হয়েছে তারা। তবে বেশ কিছু জঙ্গি সীমান্তরক্ষীদের ফাঁকি দিয়ে ভেতরে ঢুকে পড়েছে।

অন্যদিকে, পাকিস্তান সরকার এ সব জঙ্গিদের ভারতে প্রবেশে সাহায্য করছে বলে অভিযোগ করেন পুলিশের একজন কর্মকর্তা। পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা বলছেন, ‘কাশ্মীরে অস্থিরতা তৈরির জন্য তাদের এদেশে পাঠানো হচ্ছে। দেশে প্রবেশ করেই তারা ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। এমনকি তাদের নিজেদের মধ্যেও তারা যোগাযোগ কম করছে। একারণে ঢুকে পড়ার পর তাদের চিহ্নিত করা কষ্টসাধ্য হয়ে পড়ছে।’

পিবিএ/বাখ

আরও পড়ুন...