নলকূপ না থাকায় বিশুদ্ধ পানির সংকট

পিবিএ, হাটহাজারী: চট্টগ্রাম জেলার হাটহাজারীর ফরহাদাবাদের উদালিয়ার মনাই ত্রিপুরা পড়ায় নলকূপ না থাকায় বিশুদ্ধ পানির সংকট চরম আকার ধারণ করেছে।

জানা যায় উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নে দুইটি গ্রাম মনাই ও সুনাই এিপুরা রয়েছে। মনাই এিপুরা পল্লীতে ৫৪টি পরিবারে প্রায় তিন শতাধিক মানুষর জন্য মাত্র একটি নলকূপ থাকলেও তা নষ্ট।
নলকূপ না থাকায় প্রায় দুই কিলোমিটার পথ পাড়ি দিয়ে পহাড়ের ভিতর থেকে ঝর্ণার পানি সংগ্রহ করতে হয়। কেউ কেউ খালের পানি পান করতে বাধ্য হচ্ছে। এতে পানি বাহিত নানা রোগে তারা আক্রান্ত হচ্ছে ।

সবচেয়ে ঘনবসতি পূর্ণ ত্রিপুরা পাড়া ঘিরে রয়েছে সুউচ্চ পাহাড়, সমতল বশির হাট বাজার তেকে এক কিলোমিটার দূরে । নলকূপের অভাবে সারা বছরই পানির সংকট লেগেই থাকে । তাই অনেক দূর থেকে কষ্ট ভোগান্তি নিয়ে পানি সংগ্রহ করতে হয় ।
ঝর্ণার পানিও নিরাপদ না। অনেক সময় পানিতে ময়লা গোলা থাকে।

স্থানীয়বাসিন্দা হারুনউর রশীদ কালু জানান, এিপুরা পাড়ার সকলে মিলে স্থানীয় চেয়ারম্যানকে নলকূপের জন্য অনেক বার বলেছি । কিন্তু প্রত্যকবার আস্বস্ত করলেও এখনো পর্যন্ত নলকূপের দেখা মেলেনি।পানির চাহিদা মিটাতে জরুরী ভিওিতে কমপক্ষে দুইটি নলকূপ প্রয়োজন । তা না হলে এখানকার লোকজনের বিভিন্ন পানি বাহিত রোগে আক্রান্ত হওয়ার
সম্ভাবনা রয়েছে। নিকটস্থ খাল,ডোবা হতে নিয়মিত পানি পান করায় বিশেষ করে জন্ডিস ,আমশয় ,ডায়রিয়া,কলেরা সহ নানা রোগের প্রকোপ মারাত্মক আকারে রুপ নেয়ার আংশকা দেখা দিয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ইদ্রীস মিয়া তালুকদার জানান, ৩নং ওয়ার্ডের মনাই এিপুরা পাড়ায় বিশুদ্ধ পানির সম্যার কথা আমি জানি ।দ্রুত সময়ের মধ্যে নলকূপ বসানোর চেষ্টা করবো।
পিবিএ/জেডআই

আরও পড়ুন...