পিবিএ স্পোর্টস: বাংলাদেশ-জিম্বাবুয়ে ও আফগানিস্তানের মধ্যকার ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬ টা ৩০মিনিটে। আফগানিস্তানের বিপক্ষে টেস্টে ২২৪ রানের বিশাল পরাজয়ের পর সমালোচনায় সিক্ত দেশের ক্রিকেটার ও বোর্ড কর্মকর্তারা৷ তাই ত্রিদেশীয় সিরিজিটা জিতে সমালোচকদের মুখ বন্ধ করতে চাইবে ক্রিকেটাররা। সেই লক্ষ্যেই আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
ওপেনিংয়ে তামিম ইকবাল না থাকায় লিটন-সৌম্যেরই ওপেন করার সম্ভাবনা প্রবল। আর তিন নম্বরে খেলবেন অধিনায়ক সাকিব আল হাসান৷ মিডল অর্ডারে মুশফিক-রিয়াদের সাথে ফিনিশিংয়ের দায়িত্বটা হয়তো থাকবে সাব্বির-মোসাদ্দেকের হাতে। স্পিন বিভাগে সাকিবের সাথে হয়তো থাকবেন ডেব্যুটান্ট মেহেদি। আর মোস্তাফিজের সাথে পেসের দায়িত্ব সামলাবেন মোহাম্মদ সাইফউদ্দিন।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, তাইজুল ইসলাম, মেহেদি হাসান, মোস্তাফিজুর রহমান।
পিবিএ/বাখ