রেকর্ড গড়লেন তাইজুল

পিবিএ,ঢাকা: টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ম্যাচ খেলতে নেমেছেন তাইজুল ইসলাম। আর অভিষেক ম্যাচে নিজের প্রথম বলেই উইকেটের দেখা পেলেন এই বাঁহাতি স্পিনার। এই নিয়ে একটা রেকর্ডও গড়লেন। টি-টোয়েন্টির ইতিহাসে অভিষেক ম্যাচে নিজের প্রথম বলেই উইকেট পাওয়া ১৫তম বোলার তিনি, আর বাংলাদেশের হয়ে প্রথম। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নিজের প্রথম বলেই ব্রেন্ডন টেইলরের উইকেট তুলে নিয়ে এই কীর্তি গড়েছেন তাইজুল।

সন্ধ্যা সাতটার কিছু সময় পর দুই ফিল্ড আম্পায়ার মাসুদুর রহমান ও শরফুদ্দোলা মাঠ পর্যবেক্ষণ করে জানিয়েছেন ৭টায় ফের মাঠ পর্যবেক্ষণ করা হবে। ৭টায় মাঠ পর্যবেক্ষণ শেষে আম্পায়াররা জানান, ৭.৪৫ মিনিটে খেলা শুরু হবে। ইতিমধ্যে টস হয়ে গেছে। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।

এ ম্যাচ দিয়েই জয়ের ধারায় ফিরতে চান টাইগাররা। আন্তর্জাতিক ক্রিকেটে তারা সবশেষ জয় পায় প্রায় তিন মাস আগে।

তিন সংস্করণের মধ্যে বাংলাদেশের সবচেয়ে খারাপ রেকর্ড টি-টোয়েন্টিতে। এ ফরম্যাটে আইসিসি র‌্যাংকিংয়ে টাইগারদের অবস্থান ১০ নম্বরে, আর জিম্বাবুয়ে আছে ১৪ নম্বরে। টুর্নামেন্টের অপর প্রতিপক্ষ আফগানিস্তান এ ফরম্যাটে অনেকটা এগিয়ে। র‌্যাংকিংয়ের ৭-এ অবস্থান তাদের।

পিবিএ/ইকে

আরও পড়ুন...