পিবিএ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে ১৩০০ কিলোমিটার দূরে তাবুক শহরে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত বাংলাদেশির নাম মাহবুবুর রহমান (৭৫)। তার বাড়ী ঢাকার দোহার বলে জানা গেছে। তিনি আল নাজেল নামক একটি ক্যাটারিং কোম্পানীতে কর্মরত ছিলেন।
তাবুক প্রবাসী শাহ আলম জানান, সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বাজার করার জন্য কোম্পানীর গাড়ীতে করে তাবুক শেরালাম বাঙ্গালী মার্কেটে আসেন। কিছু বাজার করে এনজাজ ব্যাংকের কাছে গেলে একটি পিকআপ তার উপরে উঠিয়ে দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘাতক গাড়িটিকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিহত মাহবুবুর রহমানের লাশ বর্তমানে তাবুক কিং খালেদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পিবিএ/বাখ