পিবিএ,সুনামগঞ্জ: সুনামগঞ্জ বিজ্ঞ আদালত কতৃক এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আহাদ মিয়াকে আটক করা হয়েছে। কিশোরগঞ্জের ভৈরব থানা পুলিশের সহযোগীতায় শুক্রবার রাতে সুনামগঞ্জে তাহিরপুর থানা পুািলশ তাকে আটক করে। সে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের মাটিকাঁটা গ্রামের রশীদ মিয়ার ছেলে।
শনিবার তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান সাজাপ্রাপ্ত পলাতক আসামী আহাদকে আটক ও তাকে ভৈরব থেকে তাহিরপুর থানায় নিয়ে আসা হয়েছে বলে নিশ্চিত করেন। মামলা পরিচালনাকারি বাদী পক্ষের আইনজীবি অ্যাডভোকেট মো. মোশাহিদ আলী জানান, সুনামগঞ্জের তাহিরপুরের বড়ছড়া স্থল শুল্ক ষ্টেশনের কয়লা আমদানিকারক প্রতিষ্ঠান আর,কে ট্রেডিং হতে কয়লা ক্রয়ের বিপরীতে আহাদ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারি মো. রোমান শাহকে ২৫ লাখ টাকার পুবালী ব্যাংকের একটি চেক প্রদান করে।
পরবর্তীতে চেকটি পুবালী ব্যাংক সুনামগঞ্জ শাখা কতৃক একাধিকবার ডিজওনার হলে ২০১৬ সালে রোমান শাহ সুনামগঞ্জ চীফ জুডিসিয়াল আদালতে মামলা দায়ের করেন। ২০১৮ সালে সুনামগঞ্জ যুগ্ন জেলা ও দায়রা জজ (২য় আদালত)’র বিজ্ঞ বিচারক মামলার রায়ে বাদীকে চেকের বিপরীতে ২৫ লাখ টাকা ফেরত প্রদান সহ আহাদকে এক বছরের সশ্রম কারাদন্ড’র রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত আহাদ কিশোরগঞ্জের ভৈরব পৌরশহরের চন্ডিবের এলাকায় তার শশুড়বাড়িতে আত্বগোপনে ছিল।
পিবিএ/হাবিব সরোয়ার আজাদ/বিএইচ