বর্ষার দিনে ঝটপট মেকআপ

পিবিএ ডেস্ক: হাতে সময় নেই? ইচ্ছে করছে না? তা হলে কী ভাবে করবেন রূপচর্চা? কোনও ব্যাপারই নয়। তাদের জন্য রইল বিশেষ গাইড

ওয়াটার প্ররুফ বেস।

এই বর্ষার সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যায়। ফলে মেকআপের ক্ষেত্রে বেশ সমস্যা দেখা দেয়। মেকআপ গলে যায়, ঘেঁটে যায়। যার জন্য এই সময় ওয়াটার প্ররুফ বেস মেকআপ হিসেবে মুখের ত্বকে হাল্কা পাউডার ব্যবহার করলে, তা এই সময়ে দারুণ কাজ দেয়।

স্মার্ট টিপস: মনে করলে এই সময় মেকআপে বিকল্প হিসেবে এমন এক স্পঞ্জ ব্যবহার করতে পারেন, যার একদিকে রয়েছে ভেজা স্পঞ্জ, উল্টোদিকে শুকনো পাউডার। তার যে কোনও একটা দিক অনায়াসে প্রয়োজনমতো ব্যবহার করতে পারেন।

ব্লাশার

এই সময় একটু রোম্যান্টিক সাজে সেজে উঠতে চেয়ে যদি চিবুক-ঠোঁটে চমক আনতে চান, তা হলে ব্যবহার করতে পারেন পাউডার-বেসড ব্লাশার। সে ক্ষেত্রে ব্যবহার করতে হবে হাল্কা শেডের কোনও গোলাপি বা পিচ রং। অবশ্যই ড্রেসের সঙ্গে ম্যাচ করে।

স্মার্ট টিপস: একটা কথা মনে রাখবেন, হাল্কা বা ন্যাচারাল যে ধরনের ব্লাশ-অনই ব্যবহার করুন না কেন, তা কিন্তু মুখে খুব ভালো করে বুলিয়ে, মিশিয়ে দিতে ভুল করবেন না।

চোখের সাজ

বর্ষায় চোখকে রাঙিয়ে তুলুন উজ্জ্বল মেকআপে। কারণ মনে রাখবেন বর্ষায় আপনার চোখের আকর্ষণ এমন হবে, যাতে অন্যের চোখ ফেরানোই দায় হয়। সে ক্ষেত্রে চোখের মেকআপে অবশ্যই ব্যবহার করতে পারেন উজ্জ্বল গোলাপি, নীল, ওরেঞ্জ রং।

স্মার্ট টিপস: বর্ষায় চোখের মেকআপ গলে, ঘেঁটে যাওয়ার হাত থেকে বাঁচতে চাইলে জানবেন লাইনার-কাজল-মাসকারার ক্ষেত্রে এমন ওয়াটার প্ররুফ মেকআপ রয়েছে, যা গলে গিয়ে আপনার চোখের মেকআপকে নষ্ট করবে না।

দীর্ঘস্থায়ী মেকআপ

বর্ষায় যদি আপনার চোখের মেকআপ ঘেঁটে যায়, সে ক্ষেত্রে জানবেন বাজারের এমন দীর্ঘস্থায়ী কাজল বা আই-লাইনার রয়েছে, যার ব্যবহার এই সমস্যার সুরাহা করতে পারে। কারণ এই ধরনের কাজল, আই-লাইনার অন্তত ১০ থেকে ১৫ ঘণ্টা আপনার চিন্তা দূর করবে।

স্মার্ট টিপস: যদি দীর্ঘস্থায়ী এই মেকআপ ব্যবহার করেন, জানবেন সময়ের নিরিখে তা একসময় হাল্কা হবেই। ফলে সেই মেকআপের উপর অযথা খোদকারি করবেন না।

চুলের সাজ

বর্ষায় চুল যতটা সম্ভব খোলা, এলোমেলো না রাখাই উচিত। কারণ বৃষ্টির জলে ভিজে খোলা চুল অবিন্যস্ত দেখাতে পারে। সেই ক্ষেত্রে চুলটাকে উঁচু করে পনি টেল অথবা একটা ঘাড় খোঁপা করে বাঁধুন। তাতে বাতাসের আর্দ্রতা থেকে অনেক সুরাহা পাবেন। মনে করলে বর্ষায় চুলটা ছোট করে কেটে ফেলতেও পারেন।

স্মার্ট টিপস: এই সময় হেয়ার জেল না ব্যবহার করাই সমীচীন। কারণ তার থেকে চুলে শুধু খুসকি দেখা দিতে পারে, তা-ই নয়। চুল উঠেও যেতে পারে। আর এই সময় প্রতিদিন নিয়ম করে চুল পরিষ্কার করতে ভুল করবেন না। কিছুক্ষণ অন্তত চুল খোলা রাখুন।

পিবিএ/সজ

আরও পড়ুন...