পিবিএ ডেস্ক: কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা অবরোধের জন্য ভারতের সিদ্ধান্তের নিন্দা করেছেন মার্কিন কংগ্রেসওম্যান রাশিদা তালিব। একই সঙ্গে কাশ্মীরে যোগাযোগ অবরোধ ও কারফিউ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানান তিনি।
শুক্রবার ( ১৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
বিবৃতিতে রাশিদা তালিব বলেন, ‘অভিযোগ ছাড়াই কাশ্মীরে আটককৃত হাজার হাজার লোকদের যথাযথ আইনি সহায়তা প্রদান ছাড়াও হাসপাতালের সুবিধা ও ওষুধের ব্যবস্থা করতে দিতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারকে জাতিসংঘের সমর্থিত একটি শান্তিপূর্ণ সমাধানকে সমর্থন করা উচিত যা কাশ্মীরে স্বায়ত্তশাসন পুনরুদ্ধার করে। আমরা কাশ্মীরি জনগণের শান্তি ও মর্যাদায় বাঁচার জন্য আকুল আবেদনের দিকে মুখ ফিরিয়ে নিতে পারি না।’
তিনি আরও বলেন, ‘যেহেতু ভারত সরকার তার সংবিধানের ৩৭০ অনুচ্ছেদটি বাতিল করেছে। তাই অধিকৃত কাশ্মীরকে তার বিশেষ মর্যাদায় ফেলেছে। সেজন্য সেখানে কঠোর বাধা নিষেধ আরোপিত হয়েছে। এটি ৪০ দিনেরও বেশি সময় ধরে রয়েছে।’
মার্কিন কংগ্রেসওম্যান রাশিদা তালিব বলেন, ‘যদিও আমার ভারত এবং আমেরিকার সঙ্গে এর গুরুত্বপূর্ণ সম্পর্কের প্রতি গভীর শ্রদ্ধা রয়েছে, তবুও আমি ভারত সরকারের নিবন্ধন ৩৭০ এবং ৩৫-এ বাতিল করার নিন্দা জানাই।’
জম্মু ও কাশ্মীরে সহিংসতা, নির্যাতন এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘন চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
পিবিএ/এমএসএম