পিবিএ,নরসিংদী: মাধবদীতে ১ হাজার ৯শত ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে গ্রেফতার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার দিবাগত রাতে সদর উপজেলা মাধবদীর কুড়েরপাড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো কক্সবাজার উখিয়া থানার তুতুরবিল এলাকার শামসুল আলম এর ছেলে জসিম উদ্দিন (২৬), মাধবদীর থানার কুড়েরপাড় এলাকার আঃ লতিফ এর ছেলে শরিফুল ইসলাম বাপ্পি (৩২)।
রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকালে নরসিংদী জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক আব্দুল গাফফার জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার ৯শত ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য আনুমানিক ৬ লক্ষ টাকা। এই ঘটনায় মাধবদী থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃতদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
পিবিএ/খন্দকার শাহিন/ইকে