পিবিএ,মালয়েশিয়া: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের পার্শ্ববর্তী সিগাম্বুট দালাম এলাকায় রবিবার ১৫ সেপ্টেম্বর সকালে এক বাংলাদেশীর লাশ উদ্ধার করেছে পুলিশ। একটি প্রাইভেট কারের মধ্যে রক্তাক্ত অবস্থায় নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত বাংলাদেশির নাম মোঃ শামীম (৩৩)।
পাসপোর্টের তথ্য অনুযায়ী নিহতের বাড়ি বাংলাদেশের মুন্সীগঞ্জের আকল মেঘ এলাকার মোঃ মুকলেস সোয়াল এর ছেলে। মালয়েশিয়া প্রবাসী মুন্সিগঞ্জের মোহাম্মদ আবু তালেব মোল্লা এনটিভি অনলাইনকে জানান শামীম মালয়েশিয়া একটি ক্লিনার কোম্পানিতে সুপারভাইজার হিসাবে কাজ করতো। কোম্পানি থেকে ভালো বেতন পেতো। তবে শত্রুতার জের হিসাবে থাকে মারা হয়েছে। কি কারণে মারা হয়েছে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। নিহত শামীমের শরিলে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে পুলিশ জানায়।
পিবিএ/কায়সার হামিদ হান্নান/বিএইচ