চার বাচ্চার বাবা হয়েও বিয়ে করতে রাজী নন রোনালদো

পিবিএ ডেস্ক: এখনই বিয়ের পীড়িতে বসতে রাজী নন ক্রিস্টিয়ানো রোনালদো। জানিয়েছেন অনাগত দিনে কোন একদিন বিয়ে করবেন তিনি। ২০১৬ সালে প্রথম জর্জিনার সাথে দেখা হয় রোনালদোর। গুক্কি-র একটি দোকানে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন জর্জিনা। সেখান থেকেই মোটামুটি পরিচয়ের শুরু দুজনের।

এরপর থেকেই ভালো লাগা এবং ভালোবাসা। ২০১৭ সালে হঠাৎই রোনালদো ঘোষণা দেয় তার জমজ বাচ্চা হয়েছে। জর্জিনা তাদের মা না হয়েও একেবারে নিজের সন্তানের মতো করে তাদের এখনও লালন পালন করে যাচ্ছেন।

এর কিছুদিন পরেই নিজেদের জমজ সন্তানের জন্ম দেন জর্জিনা। এখন চার সন্তান নিয়ে ভালোই আছেন তারা। যদিও এখনই বিয়ে করার ব্যাপারে ইতিবাচক নন রোনালদো। জর্জিনার ব্যাপারে রোনালদো জানিয়েছেন, “আমরা অবশ্যই বিয়ে করবো। আমার মায়ের স্বপ্নও এমন। কিন্তু এখনই উপযোগী সময় আসেনি।”

পিবিএ/বাখ

আরও পড়ুন...