পিবিএ ডেস্ক: বাবাকে অনুকরণ করল মেসি জুনিয়র, ভিডিও ভাইরাল।যার ফুটবল জাদুতে মোহাচ্ছন্ন সারা বিশ্ব তার ছেলে কেমন ফুটবল খেলে তা জানতে কৌতূহল থাকাই স্বাভাবিক।
সে কি বাবার মতোই একদিন নীল-সাদা জার্সিদের হাল ধরবে? ইউরোপের কোনো ক্লাবের ত্রাতা হয়ে উঠবে? একের পর এক ব্যালন ডি’অর জিতবে? নাকি বাবাকেও ছাড়িয়ে গিয়ে বিশ্বকাপ নিয়ে দেশে ফিরবে?লিওনেল মেসির দ্বিতীয় ছেলে মাতিও মেসিকে নিয়ে এমন কল্পনায় ভাসেন অনেকে।
আর মেসিভক্তদের সে আবেগ, কৌতূহল যেন ভালোই আঁচ করতে পারেন মেসিপত্মী আন্তোনেল্লা রোকুজ্জো। ভক্তদের কৌতূহল মেটাতে তাই সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন আন্তোনেল্লা।
যেখানে মাতিও মেসির ফুটবল জাদুর ঝলক দেখা গেছে।
ভিডিওটি ইতিমধ্যে বেশ ভাইরাল। তা হবারইকথা। সেখানে বাবা মেসিকে অনুকরণ করতে দেখা গেছে মেসি জুনিয়রকে।
https://youtu.be/mNrFkX-XKC8
ভিডিওতে দেখা যায়, পেশাদার ফুটবলারের মতোই পেনাল্টি শট নিচ্ছে মাতিও। শট নিয়েই দৌড়ে উদযাপনও শুরু করে দিল ছোট্ট ‘মেসি’। সেই উদযাপন ঠিক তার বাবা বার্সেলোনা সুপারস্টারের মতোই।গোল করে ঠিক যেভাবে উল্লাসে মাতেন মেসি, সৃষ্টিকর্তার উদ্দেশে কৃতজ্ঞতা জানান, হুবহু সেটাই নকল করে দেখাল মাতিও মেসি।
জানা গেছে, গত ১২ সেপ্টেম্বর ছিল মাতিও মেসির শুভ জন্মদিন। চতুর্থ জন্মবার্ষিকী ছিল তার। আর জন্মদিন উপলক্ষে মাতিও মেসির সেই ভিডিওক্লিপটি ইনস্টাগ্রামে শেয়ার করেন মেসিপত্মী।
ভিডিওর ক্যাপশনে আন্তোনেল্লা লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার ভালোবাসা। শুধু এটাই কামনা করি যে, সারাটি জীবন সুখে কাটুক তোমার। আর কখনোই এমন কোমল চরিত্র থেকে সরে যেও না। তোমার অস্তিত্ব, উপস্থিতি আমাদের জীবনকে আনন্দে ভরিয়ে দিয়েছে।
পিবিএ/সজ