হাজার চেষ্টা করেও দুর্নীতি ঢেকে রাখতে পারছে না সরকার: ফখরুল

পিবিএ,ঢাকা: অন্যায় করে টিকে থাকা যায় না। ফেরাউন, নমরুদ, আইয়ুব খানরাও পারেনি। সরকারকে উদ্দেশ্য করে এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, হাজার চেষ্টা করেও দুর্নীতি ঢেকে রাখতে পারছে না সরকার। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এসব কথা বলেন তিনি।
বিএনপির মহাসচিব অভিযোগ করেন, সরকারের নতজানু পরাষ্ট্রনীতির কারণে রোহিঙ্গা সংকটের সমাধান হচ্ছে না। একই অবস্থা আসামের নাগরিকত্ব হারানোদের বেলায়ও।
মির্জা ফখরুল বলেন, ‘রোহিঙ্গা ১০ লাখ ঢুকেছে। তাদের জন্য একটা শক্ত কথা মিয়ানমারকে বলতে পারে না। আজকে আমাদের পক্ষে কেউ নেই? চীন, আমেরিকা, ভারত যারা আমাদের বন্ধু, তারা কোথায়? আসামে ১৯ লাখ লোককে বাদ দেয়া হয়েছে। আসামের এক মন্ত্রী বলেছেন, এদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেয়া হবে। ওবায়দুল কাদের সাহেব বলেছেন, আমরা ভারত সরকারেকে বিশ্বাস করতে চাই।’
মির্জা ফখরুলের অভিযোগ ক্ষমতাসীনরা সীমাহীন দুর্নীতি করছে। যার কিছু কিছু বেড়িয়ে আসতে শুরু করেছে। তিনি বলেন, ‘কোথায় আছে দুর্নীতি মুক্ত? প্রতিটি জায়গায়- পরীক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, বিচারালয় কোথাও বাদ নাই। এখন এমন অবস্থা হয়েছে, হাজার চেষ্টা করেও দুর্নীতি ঢাকা যাচ্ছে না। বেরিয়ে আসছে থলের বিড়াল। ওই কালো বিড়ালের মতো। এগুলো জনগণের কাছে প্রকাশ হচ্ছে।’
মানুষের ভোট ও কথা বলার অধিকার হরণ করে বেশি দিন টিকে থাকা যাবে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব বলেন, ‘মানব সভ্যতার দিকে তাকান, এইভাবে নির্যাতন করে, নিপীড়ন করে, গুম করে, হত্যা করে কেউ চিরদিন টিকে থাকতে পারেনি। ফেরাউন পারেনি। নমরুদ পারেনি। হিটলার পারেনি। আইয়ুব ঝান পারেনি। এরশাদ পারেনি। কেউই টিকতে পারেনি।’

পিবিএ/বাখ

আরও পড়ুন...

preload imagepreload image