লাদেনপুত্র হামজার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ট্রাম্প

পিবিএ ডেস্ক: লাদেনের ছেলে হামজা বিন লাদেনকে খতম করা হয়েছে, এই রিপোর্টে আগেই প্রকাশ্যে এসেছিল। তবে মার্কিন প্রেসিডেন্ট সেইসময় এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। এবার সেকথা স্বীকার করে নিলেন ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউজ থেকে দেওয়া সংক্ষিপ্ত বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, হামজা বিন লাদেন আল-কায়দার শীর্ষ পর্যায়ের সদস্য এবং ওসামা বিন লাদেনের পুত্র আফগানিস্তান-পাকিস্তান এলাকায় যুক্তরাষ্ট্রের চালানোর সন্ত্রাসবিরোধী এক অভিযানে নিহত হয়েছেন। তবে আমেরিকা কখন এই অভিযান চালিয়েছে, তা বিবৃতিতে স্পষ্ট করা হয়নি। গত মাসে যুক্তরাষ্ট্রের মিডিয়া গোয়েন্দা কর্মকর্তাদের উদ্ধৃত কোরে এক বিমান হামলায় তার নিহত হওয়ার খবর প্রকাশ করে।

ওসামা বিন লাদেনের ২৩টি সন্তানের মধ্যে ১৫তম সন্তান ছিল হামজা। লাদেনের তৃতীয় স্ত্রী’র ছেলে ছিল সে। পাকিস্তানের অ্যাবোটাবাদের গোপন ডেরায় লাদেনকে খতম করার পর বেশ কিছু তথ্য, ভিডিও ফুটেজ ও বহু ছবি বাজেয়াপ্ত করেছিল মার্কিন সেনা। সেগুলি খতিয়ে দেখে মার্কিন তদন্তকারীদের মত ছিল, লাদেনের অত্যন্ত প্রিয় সন্তান ছিল হামজা। তাকে জেহাদের যুবরাজও বলা হত।

২০১৮-তে শেষবার হামজা বিন লাদেনের বার্তা প্রকাশ করেছিল আল-কায়েদা। সেখানে হামজাকে সৌদি আরবকে হুমকি দিতে শোনা গিয়েছিল।

১৯৮৯ সালে জন্ম হামজা বিন লাদেনের। ১৯৯৬ তে যখন ওসামা বিন লাদেন আফগানিস্তানে চলে যায় ও আমেরিকার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে, তকন সঙ্গে ছিল হামজাও। একাধিক ভিডিওতে লাদেনের সঙ্গে হামজাকে দেখা গিয়েছিল।

লাদেনের এই ছেলেকে বহুদিন ধরেই খুঁজেছে আমেরিকা৷ কখনও জানা যায় যে সে পাকিস্তানে রয়েছে, কখনওবা আফগানিস্তানে৷ কখনও আবার ইরাকে৷ তবে আমেরিকা হাল ছাড়েনি৷ গত বছর শোনা যায়, এই হামজা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে জঙ্গি হামলায় অভিযুক্ত মহম্মদ অট্টার মেয়েকে বিয়ে করে৷ আল কায়দা সংগঠনে হামজা কোনও বড়সড় পদেই ছিল বলে অনুমান করা হয়।

চলতি বছরের মার্চ মাসে ১ মিলিয়ন ডলার আর্থিক পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করে আমেরিকা।

মাত্র ২২ বছর বয়সেই সে তার বাবাকে চিঠি লিখে জানিয়েছিল যে সে জিহাদের পথই বেছে নিচ্ছে। এক প্রাক্তন এফবিআই কর্তা, যিনি ৯/১১ হামলার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, তিনিই ওই চিঠি প্রকাশ্যে এনেছিলেন বছর দুয়েক আগে। আলি সউফান নামে ওই গোয়েন্দা ইনভেস্টিগেশন ব্যুরোর চিফ ছিলেন। তাঁর মতে, হামজা যখন ছোট ছিল তখন থেকেই স্থির হয়ে গিয়েছিল যে লাদেনের পরে আল-কায়েদা চালাবে সেইই।

পিবিএ/ইকে

আরও পড়ুন...