কোবরার সঙ্গে চারটি বিড়ালের লড়াই (ভিডিওসহ)

পিবিএ ডেস্ক: চারদিক থেকে একটি সাপকে ঘিরে রেখেছে চারটি বিড়াল। মাঝে মাঝে সাপটিকে আঘাত করারও চেষ্টা করছে বিড়ালগুলো। পথচারীরাও এই দৃশ্য মোবাইলে ধারণ করছেন। শেষ পর্যন্ত সাপটি ছোবল মারার চেষ্টা করতে করতেই বিড়ালের বেষ্টনী পেরিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে যায়।

এমনই একটি লোমহর্ষক ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আর ওই ভিডিওটি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন বলিউড অভিনেতা নীল নিতীন মুকেশ ।

ভিডিওটির কমেন্টে অনেকেই বলেছেন, চার বিড়ালের বেষ্টনীতে আটকে পড়া সাপটি কোবরা।

ভিডিওতে দেখা যায়, চারটি বিড়ালের কৌতূহলী চোখ সাপের দিকে। এমনকি একটি বিড়াল সাপের মাথা বরাবর পা দিয়ে আঘাতও করছে।

গত রোববার এই ভিডিওটি শেয়ার করে নীল নিতীন বলেন, তাঁর আগামী চলচ্চিত্র ‘বাইপাস রোড’-এর শুটিংয়ের জন্য স্পটে পৌঁছানোর পর গাড়ি থেকে নামতেই ওই কোবরার সঙ্গে চারটি বিড়ালের লড়াইয়ের দৃশ্য চোখে পড়ে। এ সময় তিনি মোবাইল ফোনে এই দৃশ্য ভিডিও করেন।

নীলের এই ভিডিও ইনস্টাগ্রামে দেখেছেন প্রায় ৮০ হাজার মানুষ। বলিউডের এই অভিনেতা কমেন্টে নিশ্চিত করেছেন যে, সাপটিকে উদ্ধার করার জন্য বন বিভাগের কর্মকর্তাদের ডাকা হয়েছিল।

https://www.youtube.com/watch?v=IvU3GEpFPDI

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...