ইতালিতে তিন বাংলাদেশির ইতালিয়ান পাসপোর্ট বাতিল

পিবিএ ডেস্ক: ইতালিতে পাসপোর্ট সংক্রান্ত অনিয়মের দায়ে তিন বাংলাদেশির (নাগরিকত্ব) পাসপোর্ট বাজেয়াপ্ত করছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। লন্ডন থেকে ফেরার সময় দেশটির রাজধানী রোমের একটি বিমানবন্দরে এ ঘটনা ঘটে। তবে নিরাপত্তার স্বার্থে তাদের নাম প্রকাশ করেনি স্থানীয় পুলিশ। ইতালিতে নাগরিকত্ব পেতে জন্ম সনদ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটসহ বিভিন্ন অনিয়মের কারণে রোববার ওই তিন বাংলাদেশির পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয় বলে জানা যায়। ২০১৭ সালে বিভিন্ন ভুয়া সার্টিফিকেট দিয়ে ২৪ মাসের পূর্বে যে সব বাংলাদেশি দ্রুত নাগরিকত্ব পেয়েছেন তাদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনিয়মের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন মামলা নং ৪৩৮৯৮। এরই ফলশ্রুতিতে দায়েরকৃত মামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...