শরীরে ইনজেকশন না দিয়ে

ঢাকা মেডিকেলে ইনজেকশন খাইয়ে এক শিশুর মৃত্যু

পিবিএ রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকাল ৭টায় এই ঘটনা ঘটে। শিশুটি কুমিল্লার হোমনা উপজেলার হোমনা গ্রামের আরিফের সন্তান।

আরিফ বর্তমানে ঢাকার লালবাগে বসবাস করছেন। মৃত শিশুর ফুফু সোনিয়া আফরিন অভিযোগ করে বলেন, সিজারে বাচ্চা হওয়ার পর সে মোটামুটি সুস্থ্য ছিল। পরে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী নার্স বাচ্চার শরীরে ‘কে-ওয়ান এম এম’ নামের একটি ইনজেকশন পুশ করার বদলে তাকে খাইয়ে দেয়। ফলে তাৎক্ষণিক ভাবে শিশুর মৃত্যু হয়।

এ ঘটনার পর মৃত বাচ্চাটির স্বজনেরা প্রতিবাদ করলে সেখানকার নার্স ও ডাক্তার তাদের সাথে চরম দূর্ব্যাবহার করেন। এ ঘটনার পর দায়িত্বে থাকা ডাক্তার ডিউটি পরিবর্তন করে চলে যান বলেও জানান সোনিয়া। সিজার করে বাচ্চা বের করার সময় ডাক্তারের কাচির খুচায় শিশুর হাতের সামান্য অংশ কেটে যায়।

পিবিএ/সীমান্ত খোকন/বিএইচ

আরও পড়ুন...