পিবিএ ডেস্ক: একজন দক্ষ সংগঠক ও অনলাইন সাংবাদিকতায় এক তরুণ নক্ষত্র মাহফুজুর রহমান পারভেজের জন্মদিন আজ ১৮ সেপ্টেম্বর। শুভ জন্মদিন মাহফুজুর রহমান পারভেজ। মাহফুজুর রহমান পারভেজ বর্তমানে বাংলানিউজের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। এই দিনে নারায়ণগঞ্জ শহরের পলি ক্লিনিকে মাহফুজুর রহমান পারভেজ জন্মগ্রহণ করেছিলেন। বাবা এফ এ আজিজ ও মা সেলিমা বেগমের দুই সন্তানের মধ্যে তিনি দ্বিতীয়।
মাহফুজুর রহমান পারভেজ নারায়ণগঞ্জ আদর্শ স্কুল থেকে এসএসসি ও নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। বর্তমানে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতকে অধ্যয়নরত রয়েছেন। শৈশব থেকে পারভেজ লেখালেখি করতে পছন্দ করেন এবং ছিলেন খুবই অনুসন্ধানী। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় বেশ কয়কটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রদায়ক হিসেবে লেখালেখি করেন। সঙ্গে ছোট গল্পও। এ ছাড়াও তার অনুসন্ধানী মন কোন ঘটনা দেখলেই ঘটনার পিছনের সংবাদ খোজার চেষ্টা করতো।
মাহফুজুর রহমান পারভেজ ২০১৩ সালে অনলাইন নিউজ পোর্টাল শীর্ষ নিউজের মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। এর পর ২০১৪ সালের মে মাসে নিউজএনবিডিতে কাজ করেন। পরে ২০১৫ সালে যোগ দেন দেশের বৃহৎ সংবাদ মাধ্যম বাংলানিউজে। তিনি জানান, তার পছন্দের রং গোলাপি ও কালো। প্রিয় ফুল গোলাপ। খেতে ভালবাসেন মায়ের হাতে রান্না করা সব খাবার। মানুষের সেবা করা তার অত্যন্ত প্রিয় একটি ইচ্ছে। আর সময় কাটাতে ভালোবাসেন লেখালেখি করে।
পিবিএ/বিএইচ