পিবিএ,ঢাকা: ভারত অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যদের এই দলের অধিনায়ক করা হয়েছে সাইফ হাসানকে। দলে আছেন ত্রিদেশীয় সিরিজে ডাক পাওয়া শেখ মেহেদী হাসান।
ভারতের অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবেন সাইফরা। ভারতের লখনৌ একানা ক্রিকেট স্টেডিয়ামে ১৯, ২১, ২৩, ২৫ ও ২৭শে সেপ্টেম্বর অনুনিষ্ঠত হবে ম্যাচগুলো। বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) দলের খেলোয়াড়দের নিয়ে গড়া হয়েছে ভারত সফরের দল। সবশেষ ঘরের মাঠে শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে খেলা সিরিজের খেলোয়াড়রা আছেন এই দলে।
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল: সাইফ হাসান (অধিনায়ক), ফারদিন হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলি চৌধুরী, আল-আমিন, জাকির হাসান, জাকের আলি অনিক, আরিফুল হক, তানবীর ইসলাম, মেহেদী হাসান, মানিক খান, শফিকুল ইসলাম, সুমন খান, রবিউল হক, সাব্বির হোসেন।
পিবিএ/ইকে