প্রিয়াঙ্কার জন্মদিনের পার্টিতে হিন্দি গানে পা মেলালেন নিক (ভিডিওসহ)

পিবিএ ডেস্ক: যেখানে, হই হুল্লোড় এবং লাইমলাইট সেখানে। সাম্প্রতিক সময়ে পর পর বেশ কিছু ঘটনা তারই প্রমাণ। প্রিয়াঙ্কার জন্মদিনকে নানা ভাবে স্পেশাল করে তুলেছিলেন নিক জোনাস। স্বামীর জন্মদিনেও যে প্রিয়াঙ্কা চোখ ধাঁধানো কিছু করবেন, সেটাই তো স্বাভাবিক।

https://www.instagram.com/p/B2gGOJiANuc/

নিকের জন্যে আয়োজিত জন্মদিনের পার্টির একটি ভিডিয়ো সম্প্রতি সামনে এসেছে, যা হইচই ফেলে দিয়েছে। ভিডিয়োয় নিককে দেখা যাচ্ছে প্রিয়াঙ্কার সঙ্গে হিন্দি ছবির গানের সঙ্গে নাচতে দেখা যাচ্ছে। না, প্রিয়াঙ্কার কোনও ছবি নয়। দে দে পেয়ার দে ছবির Hauli Hauli গানের ছন্দেই স্ত্রীকে নিয়ে ভাঙড়া নাচে মেতেছিলেন নিক। এই ভিডিয়োয় প্রিয়াঙ্কাকে পাওয়া গেল এমবেলিশড ইয়েলো ড্রেসে। বার্থডে বয় অবশ্য পরেছিলেন কালো ট্রাউজার্স এবং কালো ওভারকোট।

https://www.instagram.com/p/B2e4Yb3nq0n/

নিক জোনাসের ২৭ বছরের জন্মদিনে সোমবার সকালে ইনস্টাগ্রামে মন ছুঁয়ে যাওয়া বার্তা পোস্ট করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। লিখেছিলেন, ’আমার জীবনের আলো তুমি। এই দুনিয়ার সব আনন্দের অধিকার তোমার আছে। আমার দেখা জীবনের সবচেয়ে উদার মনের এবং ভালোবাসায় পূর্ণ পুরুষ তুমিই। ধন্যবাদ আমার হওয়ার জন্যে। হ্যাপি বার্থডে জান। আমি তোমাকে খুব ভালোবাসি নিক জোনাস।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...