৭১ এর বর্বর নির্যাতনের স্বাক্ষী সেই কাঁঠাল গাছটি ভেঙ্গে গেল

মুক্তিযুদ্ধ
মুক্তিযুদ্ধের সময় বর্বর নির্যাতনের একমাত্র স্বাক্ষী স্মৃতিবিজড়িত কাঁঠাল গাছটি ভেঙ্গে পরে গেছে

পিবিএ,নরসিংদী: নরসিংদীর মাধবদীতে মুক্তিযুদ্ধের স্মৃতি ও পুরনো ঐতিহ্য আকড়ে ধরে রাখতে এগিয়ে আসছে না কেউ। মুক্তিযুদ্ধের সময় বর্বর নির্যাতনের একমাত্র স্বাক্ষী স্মৃতিবিজড়িত কাঁঠাল গাছটি ভেঙ্গে পরে গেছে। তবে কয়েক বছর পূর্বে গাছটি রক্ষা করার জন্য তার চার দিকে নির্মাণ করা হয়েছিল প্রাচীর। কিন্তু রক্ষণাবেক্ষণ, পরিচর্যা অভাবে ইতিহাসের শেষ চি‎‎‎‎হ্ন মুছে যাচ্ছে।

স্থানীয় মুত্তিযোদ্ধারা জানিয়েছেন, আলগী তারিনী বাবুর ভূইয়া বাড়িতে ১৯৭১ সালে বাংলাদেশ-পাকিস্তান যুদ্ধকালীন সময়ে পরিত্যক্ত বাড়িতে ছিল মুক্তি বাহিনীর আস্তানা। যুদ্ধ চলাকালীন সময়ে ১৬ অক্টোবর পাক হানাদার বাহিনী আলগী গ্রামে তারিনী বাবুর ভূইয়া বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে সেখানে অবস্থানরত ৬ মুক্তিযোদ্ধাকে এ কাঁঠাল গাছে বেঁধে গুলি করে ও বেয়নেটের আঘাতে নৃশংসভাবে হত্যা করে।

এখানে শহীদ হন নরসিংদীর মুক্তিযোদ্ধা তাইজ উদ্দিন পাঠান, আনোয়ার হোসেন, সিরাজ মিয়া, আওলাদ হোসেন, মোহাম্মদ আলী ও আঃ সালাম।

দীর্ঘদিন ধরে এ জায়গাটা অবহেলায় পরে থাকলে সম্প্রতি সরকারি ভাবে একটি স্বাস্থ্য সেবা কেন্দ্র তৈরী ও স্থাপন করা হয়েছে মুক্তিযোদ্ধের স্মৃতি স্তম্ভ। এসবের পরিচর্যার অভাবে আজ এখানের ঐতিহ্যবাহী কাঁঠাল গাছটি মাটিতে ঢলে পরেছে।
এলাকাবাসীর প্রাণের দাবি সরকারিভাবে তারিনী বাবু ভূইয়া বাড়ির ঐতিহ্য ধরে রাখতে প্রাচীর নির্মাণ করে দৃষ্টিনন্দন ও রক্ষণাবেক্ষণ, পরিচর্যা অতি জরুরী।

পিবিএ/ খন্দকার শাহিন/জেডআই

আরও পড়ুন...