টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

পিবিএ,ঢাকা: ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ। টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন জিম্বাবুয়ে দলপতি হ্যামিল্টন মাসাকাদজা। চট্ট্রগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের এ ম্যাচে জিতে ফাইনাল নিশ্চিত করতে চায় বাংলাদেশ।

জিম্বাবুয়ের বিপক্ষে ৩ উইকেটের জয় দিয়ে সিরিজ শুরু করেছিল সাকিব-বাহিনী। তবে দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ২৫ রানে হারে টাইগাররা। অন্যদিকে, সিরিজে ম্যাচ খেলে ২টিতে হেরেছে মাসাকাদজা বাহিনী। বাংলাদেশের বিরুদ্ধে ৩ উইকেটে হারার পর আফগানিস্তানের সঙ্গে ২৮ রানে হেরেছে আফ্রিকান দেশটি। এদিকে দুই ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রশিদ খানের আফগানিস্তান।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান, নাজমুল হোসেন, লিটস দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আমিনুল ইসলাম।

জিম্বাবুয়ে একাদশ: ব্রেন্ডন টেলর, হ্যামিল্টন মাসাকাদজা, রিচমন্ড মুতুম্বামি, শেন উইলিয়ামস, টিনোটেন্ডা মাতুমবদজি, রায়ান বার্ল, রেজিস চকভা, নেভিল মাদজিভা, কাইল জারভিস, আইনসলে এনডিলোভু, ক্রিস এমপোফু।

পিবিএ/ইকে

আরও পড়ুন...