পিবিএ, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পারিবারিক কলহে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছেন। শ্বশুর বাড়িতে বেড়াতে এসে স্ত্রীকে খুন করে পালানোর সময় জনতা অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
বুধবার সকালে পৌর এলাকায় ঘটে হত্যাকান্ডটি। মৃতের লাশ উদ্ধার করে বিকেলে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
ঈশ্বরগঞ্জ পৌর এলাকার দত্তপাড়া গ্রামের মতিউর রহমানের মেয়ে লাকি আক্তারের (২২) গত ৪ বছর আগে বিয়ে হয় তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের মেছেরা গ্রামের আবদুল কাদিরের ছেলে সবুজ মিয়া (২৫) এর সাথে। তাদের সংসারে ৩ বছর বয়সী আনিকা নামে একটি কন্যা সন্তান রয়েছে।
নিহতের স্বামী আটক সবুজ মিয়া জানায়, সে রাজ মিস্ত্রির কাজ করে। পারিবারিক দ্বন্দ্ব কলহের কারণে তার ঘরে থাকা গরু বিক্রির ৩৭ হাজার টাকা নিয়ে স্ত্রী লাকি গত শনিবার বাড়ি থেকে বের হয়ে যায়। গাজিপুর জেলার নয়নপুর গ্রামে লাকি তার দুঃসম্পর্কের এক খালার বাড়িতে গেলে সবুজ মিয়া মঙ্গলবার সকালে লাকিকে সঙ্গে করে ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় দত্তপাড়া গ্রামে শ^শুর বাড়িতে নিয়ে আসে। সে আরো জানায়, বুধবার সকালে লাকির কাছে ৭ হাজার টাকা চায়। লাকি টাকা দিতে না চাইলে উভয়ের মধ্যে বাক বিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি শুরু হলে ঘরের ভিতর শোকেজে থাকা ছুরি দিয়ে স্ত্রীর বুকে আঘাত করে সবুজ। পরে পালানোর সময় এলাকাবাসি তাকে আটক করে।
লাকিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে ও অভিযুক্ত সবুজ মিয়াকে তাদের হেফাজতে নেয়।
ঈশ্বরগঞ্জ থানার ওসি আহম্মেদ কবীর হোসেন পিবিএ’কে বলেন, স্বামী-স্ত্রীর বাকবিতন্ডায় ছুরিকাঘাত করে হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে। নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে। অভিযুক্তকে আটক করা হয়েছে।
পিবিএ/ ফারুক ইফতেখার সুমন/ জেডআই