পিবিএ ডেস্ক: আন্দ্রে রাসেল যিনি দীর্ঘদিন ধরে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন। এই অলরাউন্ডার যে কতটা ভয়ানক সেটা আমরা তার খেলা থেকে দেখতে পায়। দীর্ঘদিন ধরে কলকাতার হয়ে খেলছেন এবং কলকাতা নাইট রাইডার্সকে অনেক ম্যাচে একা হাতে জিতিয়েছেন। রাসেল যখন ব্যাটিং করতে আসেন তখন বিপক্ষ দলের বোলাররা কার্যত ভয় পেয়ে যান, কারণ আমরা সকলেই জানি উনার ছক্কা মারার ক্ষমতা। ক্রমাগত একের পর এক বড় বড় ছক্কা মেরে যেতে পারেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। এছাড়াও ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলের হয়ে দীর্ঘদিন ধরে খেলছেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার রাসেল। এবং জাতীয় দলের হয়েও দুর্দান্ত পারফরম্যান্স করে চলেছেন রাসেল।
https://www.instagram.com/p/B2dMtWslx9K/
আর এবার এই ভয়ঙ্কর অলরাউন্ডার বাবা হতে চলেছেন। আর এই খবর প্রকাশ্যে আনলেন তিনি নিজেই, তবে সেটা সম্পূর্ণ এক নতুন কায়দায়। তিনি যেমন মাঠে দুর্দান্ত ছক্কা মারেন সেই রকমই দুর্দান্তভাবে এই খবর প্রকাশ্যে আনলেন অর্থাৎ সুন্দর একটি ভিডিও বার্তার সাহায্যে তিনি নিজের বাবা হওয়ার খবরটি পৌঁছে দিলেন তার ভক্তদের কাছে।
রাসেল তার দীর্ঘদিনের বান্ধবী মডেল এবং ডিজাইনার জেসিম লরাকে বিয়ে করেন। এই জেসিম লরা ডমিনিক্যাল রিপাবলিকানের বাসিন্দা। এইদিন স্যোসাল মিডিয়ায় রাসেল তার স্ত্রীর সাথে একটি ভিডিও পোষ্ট করে তাদের প্রথম সন্তান হওয়ার খবরটি দেন। সেইসাথে তিনি জানিয়ে দেন তাদের প্রথম সন্তান ছেলে না মেয়ে।
উনার সন্তান ছেলে না মেয়ে সেটা জানাতে সুকৌশলে ক্রিকেট ব্যবহার করেন রাসেল। এই ভিডিওতে দেখা যায় রাসেল ব্যাট করছেন এবং বল হাতের দাঁড়িয়ে রয়েছেন উনার স্ত্রী জেসিম লরা। জেসিম বল করতেই রাসেল জোরে সেই বলে মারে এবং সঙ্গে সঙ্গে সেই স্থানটি ভরে ওঠে গোলাপি রঙে। এর থেকেই বোঝা যায় তাদের জীবনে আসতে চলেছে কন্যা সন্তান।
পিবিএ/বিএইচ
https://www.instagram.com/p/B2dDHYuFW17/