বিমানবন্দরে মোদীর স্ত্রীর সঙ্গে হঠাৎ মমতার সাক্ষাৎ

পিবিএ ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করতে যাওয়ার পথেই তার স্ত্রীর সঙ্গে দেখা হয়ে গেলো মমতা বন্দ্যোপাধ্যায়ের। দিল্লি যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে নরেন্দ্র মোদীর স্ত্রী যশোদাবেনের সঙ্গে দেখা করলেন মমতা। শুধু দেখাই নয়, পুজোর মুখে মোদীর স্ত্রীকে শাড়িও উপহার দিলেন মমতা।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে মোদীর সঙ্গে একান্ত সাক্ষাতের কথা মমতার। রাজ্যের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে মোদীর সঙ্গে মমতা বৈঠক করবেন বলে নবান্ন সূত্রে খবর।

১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) ছিল নরেন্দ্র মোদীর ৬৯ তম জন্মদিন। রাজনৈতিক দূরত্ব সরিয়ে এদিন টুইটারে মোদীকে শুভেচ্ছা জানান মমতা। মুখ্যমন্ত্রীর থেকে জন্মদিনের শুভেচ্ছা পাওয়ার পর পাল্টা ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী।

মোদীর জন্মদিনের প্রাক্কালে কুলটির কল্যানেশ্বরী মন্দিরে পুজো দেন মোদীর স্ত্রী।

পিবিএ/ইকে

আরও পড়ুন...