পিবিএ ডেস্ক: শুষ্ক আবহাওয়ার কারণেই চুলে বেশি খুশকির সমস্যা দেখা দেয়। পাশাপাশি অতিরিক্ত দূষণের ফলেও মোটামুটি সারা বছর এ সমস্যা লেগেই থাকে।
অত্যধিক চুল ঝরা, রুক্ষ চুল, বিভিন্ন ধরনের স্ক্যাল্প ইনফেকশনের জন্য বেশিরভাগ ক্ষেত্রে দায়ী এ খুশকি। তাই খুশকির সমস্যার সমাধানে সঠিক সময়ে তৎপর না হলে মাথা ভরা চুল ঝরে গিয়ে অল্পদিনের মধ্যেই তালু হয়ে যেতে পারে।
খুশকি দূর করতে কত কিছুই করে থাকেন আপনি। শ্যাম্পু থেকে শুরু করে তেল, সাবান, লোশন, বিভিন্ন গাছের পাতা, হারবাল উপাদানও ব্যবহার করেন।
খুশকি তাড়াতে ও চুলের যত্নে ব্যবহার করতে পারেন ক্যাস্টর অয়েল। এই তেল খুশকি দূর করে নতুন চুল গজাবে।
যেভাবে চুলে ক্যাস্টর অয়েল ব্যবহার করবেন-
১.দেড় টেবিল চামচ ক্যাস্টর অয়েলের সঙ্গে ৩ টেবিল চামচ অ্যালোভেরা জেল ও কয়েক ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে চুলের গোড়ায় লাগান। এরপর
৪৫ মিনিট পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিনবার ব্যবহার করলে উপকার পাবেন।
২. আদার রস ও ক্যাস্টর অয়েল সমপরিমাণ মিশিয়ে ঘষে ঘষে লাগান চুলের গোড়ায় লাগিয়ে ৩০ মিনিট পর মাইলদ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিনবার ব্যবহার করলে দ্রুত ফল পাবেন।
৩. সমপরিমাণ ক্যাস্টর অয়েল ও নারকেল তেলের সঙ্গে একটি ডিম মিশিয়ে চুলের গোড়া লাগিয়ে ৩০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার ব্যবহার করলে ভালো উপকার পাবেন।
পিবিএ/ইকে